ভারতের বিহারে হিন্দুত্ববাদীদের আতশবাজি থেকে কবরস্থানে আগুন

0
92

১৯৯২ সালের ৬ ডিসেম্বর অন্যায়ভাবে ভেঙ্গে ফেলা ষোল শতকের ঐতিহ্যবাহী বাবরী মসজিদের জায়গায় গত ২২ জানুয়ারী কথিত ‘রাম মন্দিরের’ অভিষেক অনুষ্ঠান পালিত হবার পর থেকে গোটা ভারতজুড়ে মুসলিমদের উপর উগ্র হিন্দুত্ববাদীদের নির্যাতন এক নতুন মাত্রা লাভ করেছে। এরই প্রেক্ষাপটে বিহারের দ্বারভাঙ্গা জেলার খিরমা গ্রামের একটি কবরস্থানে আগুন দিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা।

‘রাম মন্দিরের’ অভিষেক অনুষ্ঠান উদযাপন উপলক্ষে হিন্দুত্ববাদীদের একটি শোভাযাত্রা চলাকালীন মুসলিমদের কবরস্থানে আতশবাজি নিক্ষেপ করা হয়। ফলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে সারা কবরস্থানে।

কবরস্থানে আগুন লাগার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত উক্ত ঘটনাটির ব্যাপারে অভিযোগ লিপিবদ্ধ করা হলেও এখনও কাউকেই গ্রেপ্তার করেনি পুলিশ।


তথ্যসূত্রঃ

1. Bihar: Muslim graveyard set ablaze during Ram temple celebrations – http://tinyurl.com/3mjpfvaa
2. Miscreants set #Muslim graveyard on fire while participating in a procession for #RamMandir –
http://tinyurl.com/2r7w9tpr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ২৫.৫ মিলিয়ন ডলারের তেল বিক্রির চুক্তি তালিবান সরকারের
পরবর্তী নিবন্ধমাদক নির্মূল অভিযান পরিচালনা করছে তালিবান সরকার