২৫.৫ মিলিয়ন ডলারের তেল বিক্রির চুক্তি তালিবান সরকারের

- মুহাম্মাদ মহসিন

0
242

আফগানিস্তানের আমু দরিয়া তেল ক্ষেত্র থেকে ৬০,০০০ টন তেল বিক্রির জন্য একটি কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন।

গত ৩০ জানুয়ারি দেশীয় একটি কোম্পানির সাথে চুক্তিপত্রটি স্বাক্ষর করেছে ইমারতে ইসলামিয়ার কর্মকর্তারা। চুক্তি অনুযায়ী ৬০,০০০ টন তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫.৫ মিলিয়ন ডলার।

বর্তমানে আফগানিস্তানের ১৮টি তেলের খনি থেকে দৈনিক ১,১০০ টন তেল উত্তোলন করা হচ্ছে। এবং সম্প্রতি খনিজ সম্পদ ও পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রণালয় আরও ২৪টি নতুন খনিতে কাজ শুরু করার ঘোষণা দিয়েছে, যেগুলো থেকে দৈনিক ২ হাজার টন তেল উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য যে, আফগানিস্তানের সার-ই পোল প্রদেশের আমু দরিয়া নদীতে প্রায় ২৩ হাজার বর্গকিলোমিটার এলাকাকে তেল ও গ্যাস ক্ষেত্র হিসেবে ঘোষণা দিয়েছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। বর্তমানে এ এলাকায় চীনা কোম্পানির দ্বারা অন্তত দশটি খনি থেকে তেল উত্তোলনের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়াও অনেক দেশি এবং আন্তর্জাতিক কোম্পানির অনুসন্ধান বলছে এ এলাকায় আরও অন্তত ১১টি তেল ও গ্যাসের খনি সুপ্ত অবস্থায় রয়েছে।

দেশটির খনিজ সম্পদ ও পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মাওলানা শাহাবুদ্দিন দেলোয়ার হাফিযাহুল্লাহ জানিয়েছেন, “আগামীতে এইসব খনি থেকে আরও তেল উত্তোলনের জন্য বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি করা হবে। এবং হেরাত প্রদেশে খুব শিগগিরই তেল-গ্যাস উত্তোলন শুরু হবে, যা আফগানিস্তানের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এবং দেশ স্বয়ংসম্পূর্ণতার কাছাকাছি পৌঁছে যাবে ইনশাআল্লাহ।”


তথ্যসূত্র:
————
1. MoMP secures $25.5 million contract for 60,000 tons of Amu Darya Oil
http://tinyurl.com/yeynwsth
2. د کانونو او پټرولیم وزارت د ازادې داوطلبي له لارې د آمو سیند نفتي حوزې د ۶۰ زره ټنه نفتو د پلور خبر ورکړی.
http://tinyurl.com/55bj728z

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধশাবাবের একাধিক অভিযানে হতাহত ২৬ সেনা, সামরিক ঘাঁটি বিজয়
পরবর্তী নিবন্ধভারতের বিহারে হিন্দুত্ববাদীদের আতশবাজি থেকে কবরস্থানে আগুন