গত ৩১ শে জানুয়ারি রোজ বুধবার এক সভায় ইমারতে ইসলামিয়া সরকারের পরিবহন ও বিমান চলাচল মন্ত্রণালয় এবং কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে পরিবহন সংশ্লিষ্ট তিনটি প্রকল্প চুক্তি স্বাক্ষরিত হয় । কাবুলে অবস্থিত সরকারি মিডিয়া ও তথ্য কেন্দ্রে (জিএমআইসি)সভাটি অনুষ্ঠিত হয়ে। এতে অংশগ্রহণ করেন অর্থনীতি বিষয়ক উপ-প্রধানমন্ত্রী মোল্লাহ আব্দুল গণি বারাদার আখুন্দ।
প্রকল্প তিনটি হলো কাবুল বিমানবন্দরে পার্কিং সুবিধা ও বিশ্রাম কক্ষ নির্মাণ, ফারিয়াব প্রদেশের আক্বিনা বন্দরে তীর পার্ক নির্মাণ এবং হেরাত প্রদেশে গুজারা টার্মিনাল নির্মাণ। চুক্তিমূল্য অনুযায়ী প্রকল্পসমূহ বাস্তবায়নে প্রায় ২ বিলিয়ন আফগানি ব্যয় হবে ।
সভায় শ্রদ্ধেয় মন্ত্রী মোল্লা বারাদার আখুন্দ মূল্যবান বক্তব্য প্রদান করেন। তিনি পরিবহন খাতের মান উন্নয়নে গৃহীত প্রকল্পগুলোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। নির্মাণ কাজের সর্বোচ্চ মান বজায় রেখে যথা সময়ে কাজ সম্পাদন নিশ্চিত করতে তিনি চুক্তিবদ্ধ কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানান।
প্রকল্পের সফল বাস্তবায়ন আফগান নাগরিকদের জন্য উন্নত পরিবহন সেবা সরবরাহ নিশ্চিত করবে। পাশাপাশি অসংখ্য লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ লাভ করবে ইংশা আল্লাহ।