ভারতের ঐতিহ্যবাহী জ্ঞানবাপী মসজিদের ভেতরে হিন্দুদের পূজা করার নির্দেশ দিলো বারাণসীর হিন্দুত্ববাদী আদালত। গত বুধবার জেলা প্রশাসনকে মসজিদ কমপ্লেক্সের বেসমেন্টে পূজা শুরুর জন্য ৭ দিনের মধ্যে প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়।
হিন্দুত্ববাদীদের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন বলেছে, “সাত দিনের মধ্যেই পূজা শুরু হবে। সেখানে সবারই পূজা করার অধিকার থাকবে।”
মসজিদ পরিচালনার দায়িত্বে থাকা আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটির বিরুদ্ধে শৈলেন্দ্র কুমার পাঠক ব্যাসের দায়ের করা পিটিশনের ভিত্তিতেই এ নির্দেশ দিয়েছে বারাণসির হিন্দুত্ববাদী আদালত। মামলার ইজহারে উল্লেখ করা হয়, পুরোহিত সোমনাথ ব্যাস ১৯৯৩ সাল পর্যন্ত মসজিদের বেসমেন্টে পূজা করতো। পরবর্তীতে রাজ্য সরকার উক্ত বেসমেন্টটি বন্ধ করে দেয়।
উল্লেখ্য যে, শৈলেন্দ্র কুমার পাঠক হলো সোমনাথ ব্যাসের নাতি।
শৈলন্দ্র ব্যাস আদালতে আবেদন করে যে, বংশানুক্রমিক পূজারী হিসেবে তাকে যেন মসজিদের বেসমেন্টে প্রবেশ করার ও পুনরায় পূজা শুরু করার অনুমতি দেওয়া হয়।
বিপরীতে, আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটির আইনজীবী আখলাক আহমেদ অবশ্য জানিয়েছেন যে তিনি এর বিরুদ্ধে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করবেন।
উল্লেখ্য, উগ্র হিন্দুত্ববাদীরা ব্যাপক আকারে প্রচারণা চালাচ্ছে যে ঐতিহাসিক এই মসজিদটি কথিত ‘কাশী বিশ্বনাথ মন্দিরের’ জায়গায় নির্মিত হয়েছিল। যদিও তাদের এ দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে মুসলমানরা বলছেন, মসজিদটি ওয়াকফ প্রাঙ্গণে নির্মিত হয়েছিল।