ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৬ ফেব্রুয়ারি, ২০২৪

- সাইফুল ইসলাম

0
171

যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তিতে হামাসের ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছে মিশরীয় কর্মকর্তারা।

এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছিল যে, হামাসের জবাব “পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করা হচ্ছে”।

রাফাহ এখন সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা। সেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনি নাগরিকরা আশ্রয় নিয়েছেন। কিন্তু সেখানেও ইসরায়েলি বর্বরোচিত হামলার আশংকা করছে জাতিসংঘ।

ইসরায়েলি বাহিনী বলেছে, গাজায় বন্দী ৩১ ইসরায়েলি নিহত হয়েছে। এর কারণে জায়োনিস্টদের মধ্যে শোকের মাতম চলছে। বন্দীদের মুক্ত করতে নেতানিয়াহুর উপর চাপ বাড়ছে।

গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ২৭,৫৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৬৬,৯৭৮ জন।

৬ই ফেব্রুয়ারি জায়োনিস্ট বাহিনীর উপর প্রতিরোধ যোদ্ধাদের হামলার বিবরণ:

আল-কাসসাম ব্রিগেড:

🔻 মুজাহিদিন ব্রিগেডের সাথে যৌথ অভিযানে গাজা শহরের পশ্চিমে একটি অ্যাপাচি হেলিকপ্টারে SAM-7 মিসাইল দিয়ে হামলা চালিয়েছেন।
🔻 খান ইউনিসের পশ্চিমে শোয়াজ বিস্ফোরক দিয়ে একটি ডি৯ বুলডোজার ধ্বংস করেছেন।
🔻 বিভিন্ন যুদ্ধাঞ্চলে জায়োনিস্ট বাহিনীর ২টি মারকাভা ট্যাংক, ২টি এপিসি এবং ১টি ডি৯ বুলডোজার ধ্বংস করেছেন।
🔻 তাল আল-হাওয়াতে একটি জায়োনিস্ট অপারেশন কমান্ড সেন্টারে মর্টারশেল দিয়ে হামলা করেছেন।
🔻 খান ইউনিসের পশ্চিমে হাওয়াজ এলাকায় একটি ভবনে অবস্থান করা জায়োনিস্ট বাহিনীর উপর একটি দুর্গবিধ্বংসী টিবিজি রকেট হামলা চালিয়েছেন। এতে শত্রুসেনারা হতাহত হয়েছে।
🔻 গাজা শহরের পশ্চিমে এক ইসরায়েলি অফিসার এবং এক ইসরায়েলি সেনাকে স্নাইপার হামলার শিকার বানিয়েছেন।

আল-কুদুস ব্রিগেড:

🔻 খান ইউনিসের পশ্চিমে আরপিজি দিয়ে একটি জায়োনিস্ট মারকাভা ট্যাংকে হামলা করেছেন।
🔻 গাজার পশ্চিমে ছাকিব-ব্যারেল দিয়ে একটি সামরিক যান ধ্বংস করেছেন।
🔻 ‘৮৫ ট্যাংকবিধ্বংসী’ রকেট ব্যবহার করে একটি ভবনে অবস্থান নেওয়া জায়োনিস্ট বাহিনীকে হামলা করেছেন। এতে শত্রুসেনারা হতাহত হয়েছে। একইভাবে খান ইউনিসের পশ্চিম উপকণ্ঠে আরেকটি ভবনে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে হামলা চালিয়েছেন টিবিজি দুর্গ বিধ্বংসী রকেট ব্যবহার করে। সেখানেও জায়োনিস্ট সৈন্যরা হতাহত হয়েছে।

আল-আকসা ব্রিগেড:

🔻 খান ইউনিসের পশ্চিমে জায়োনিস্ট ডি৯ বুলডোজারকে একটি বিস্ফোরক ডিভাইস দিয়ে টার্গেট করেছেন।

মুজাহিদিন ব্রিগেড:

🔻 উত্তর গাজার দখলীকৃত ইয়াদ মুরদেচায় এলাকায় মিসাইল হামলা চালিয়েছেন।
🔻 গাজা শহরের জাওয়াজাত এলাকার উপকণ্ঠে জায়োনিস্ট মারকাভা ট্যাংকে একটি ট্যাংকবিধ্বংসী রকেট দিয়ে হামলা করেছেন। সরাসরি আঘাত হেনেছে ট্যাংকে।
🔻 গাজা শহরের পশ্চিমাঞ্চলে জায়োনিস্ট বাহিনীর সাথে উপযুক্ত যুদ্ধাস্ত্র নিয়ে তীব্র যুদ্ধে লিপ্ত হয়েছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে কথিত ‘বিদ্বেষমূলক বক্তব্যের’ জেরে গ্রেপ্তার বক্তা মুফতি সালমান আজহারি
পরবর্তী নিবন্ধডেইলি স্টারের নির্বাহী সম্পাদকের বাসা থেকে পড়ে নিহত গৃহকর্মী, ‘হত্যাকারী’র বিচার চান স্থানীয়রা