মাথুরা মসজিদ নিয়ে হিন্দুত্ববাদী নেতা আদিত্যনাথের ‘উস্কানিমূলক’ মন্তব্য

- সাইফুল ইসলাম

0
130

মাথুরার ‘জামে মসজিদ’ (যা মাথুরার ‘শাহী ঈদগাহ মসজিদ’ নামেও পরিচিত) নিয়ে বিধানসভায় উস্কানিমূলক মন্তব্য করেছে ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও দেশটির অন্যতম উগ্র হিন্দুত্ববাদী নেতা যোগী আদিত্যনাথ। মথুরার সেই ঐতিহাসিক মসজিদের জায়গায় মন্দির ছিলো দাবি করে সে বলেছে ‘এটি ভগবান কৃষ্ণের আত্মার সাথে সম্পৃক্ত’।

অযোধ্যা, কাশী ও মথুরার দিকে ইঙ্গিত করে এই হিন্দুত্ববাদী নেতা আরও বলেছে, “আমরা মাত্র তিনটি জায়গা চেয়েছি, বাকিগুলো নিয়ে কোনও সমস্যা নেই।”

বাবরি মসজিদের জায়গায় বিতর্কিত রাম মন্দিরের উদ্বোধন ও বারাণসীর সাম্প্রতিক ঘটনার দিকে ইঙ্গিত করে সে বলে, “যখন লোকেরা অযোধ্যার উদযাপনটি দেখছিল, তখন ‘নন্দী বাবা’ও (হিন্দু দেবতা শিবের ‘বাহন’ যাকে আদতে ষাঁড় বলে) বলছিলো তাহলে তার কেন অপেক্ষা করা উচিত। তাই আর অপেক্ষা না করে তিনি রাতের অন্ধকারেই ব্যারিকেড সরিয়ে দেন। ”

মথুরায় বর্তমানে মসজিদ ও মন্দির দুটোই পাশাপাশি অবস্থান করছে। তবে এই উগ্র নেতা মসজিদের স্থানটি তাদের কথিত ভগবান কৃষ্ণের জন্মস্থান হিসেবে দাবি করে আসছে।


তথ্যসূত্র:
1. Yogi Adityanath Advocates for Temple in Mathura, Draws Parallel to Ayodhya and Varanasi
http://tinyurl.com/5a6dwbde

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমোগাদিশুর সামরিক প্রশিক্ষণ ক্যাম্পে হামলা: আমিরাতের ৯ প্রশিক্ষকসহ নিহত অন্তত ১৭
পরবর্তী নিবন্ধঅবৈধভাবে মসজিদ-মাদ্রাসা ধ্বংস, ৬ মুসলিমকে হত্যা, যা হচ্ছে উত্তরাখণ্ডে