ইউরো-মেডিটারিয়ান হিউম্যান রাইটস মনিটর সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিদের কাছ থেকে প্রাপ্ত একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে।
হিউম্যান রাইটস মনিটর তাদের আটকের কয়েকটি ছবিও প্রকাশ করেছে। ছবিতে দেখা যায়, ফিলিস্তিনি যুবক-পুরুষদের বিবস্ত্র করে শুধু অন্তর্বাস পরিয়ে গণহারে আটক করছে ইসরায়েলি সেনারা। তাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। তাদের চোখ বেঁধে রাস্তায় হাঁটু গেড়ে বসিয়ে রাখতে দেখা গেছে ছবিতে।
মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিরা জানায় সৈন্যরা তাদের ধাতব লাঠি দিয়ে পেটানো সহ বিভিন্নভাবে শারীরিক নির্যাতন চালিয়েছে। এ সময় সৈন্যরা তাদের বৈদ্যুতিক লাঠি দিয়ে মারধর এবং তাদের মাথায় গরম পানি ঢেলে অকারণে শাস্তি দিয়েছে। আটককৃতদের অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়েছে বলে জানিয়েছেন তারা।
এই ঘটনা গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর কৃত অপরাধের তালিকায় একটি নতুন মাত্রা যুক্ত করেছে। এই সব নির্যাতনই বন্দীদের বিরুদ্ধে নিষ্ঠুর নির্যাতনের সব সীমা লঙ্ঘন করেছে।
ইসরাইলি বাহিনী গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরাইলিদের এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ধ্বংস হয়ে গেছে।
তথ্যসূত্র:
1. http://tinyurl.com/3864v5r8