তথ্য প্রযুক্তিতে ৭৬ জন তালিবান কর্মকর্তার স্নাতক অর্জন

- মুহাম্মাদ মহসিন

0
251

দেশ, জাতি ও ইসলাম রক্ষায় প্রতি অঙ্গনেই দক্ষ জনবল তৈরি করে চলেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। এরই ধারাবাহিকতায় এবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধিনে ৭৬ জন তালিবান কর্মকর্তা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে স্নাতক অর্জন করেছেন।

গত ১০ ফেব্রুয়ারি দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাতে এ তথ্য জানা যায়। সূত্রের খবরে বলা হয়, এই ৭৬ জন কর্মকর্তা প্রতিরক্ষা মন্ত্রনয়ালয়ের অধীনে ‘এমসিআইটি দক্ষতা বৃদ্ধি কোর্স’এর দ্বিতীয় পর্যায়ে গত দুই মাস ধরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে প্রশিক্ষণ নিচ্ছিলেন। তালিবান কর্মকর্তারা বেশ দক্ষতার সাথে কোর্সটি সম্পন্ন করে উক্ত বিষয়ে স্নাতক অর্জন করেছেন।

তথ্য প্রযুক্তির মত গুরুত্বপূর্ণ বিষয়ে তালিবান কর্মকর্তারা স্নাতক হওয়ায় জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করে। এতে জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিদর্শক মুফতি লতিফুল্লাহ হাকিমি হাফিযাহুল্লাহ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রধান মৌলভী সালাহউদ্দিন খোইদেম হাফিযাহুল্লাহ অংশগ্রহণ করেন। তাঁরা সদ্য স্নাতকদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য প্রদান করেন।


তথ্যসূত্র:
1. فراغت ۷۶ تن منسوبین از ریاست مخابره و تکنالوژی معلوماتی
http://tinyurl.com/ycyj844c

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনিদের বিবস্ত্র করে নির্যাতন ইসরায়েলি সেনাদের
পরবর্তী নিবন্ধগাজায় চলমান গণহত্যায় ভারতীয় ড্রোন ব্যবহার করছে ইসরাইল