আফগানিস্তানে বর্তমানে ৩৫ হাজারের অধিক শিক্ষা প্রতিষ্ঠান চালু রয়েছে। তন্মধ্যে স্কুলের সংখ্যা ১৮ হাজার ও মাদ্রাসার সংখ্যা ১৭ হাজারেও বেশি বলে জানিয়েছেন ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়, ইসলামি ইমারত প্রশাসন দেশটিতে দ্বীনি ও আধুনিক উভয় শিক্ষার সমন্বয়ে নাগরিকদের শিক্ষাসেবা সরবরাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান মনসুর আহমাদ হামজা হাফিযাহুল্লাহ এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মন্ত্রণালয়ের দায়িত্বশীলগণ সর্বদা আফগানিস্তানের পিছিয়ে পড়া অঞ্চলগুলোর দিকে অধিক মনোযোগ দিয়ে আসছে। কেননা ঐসব অঞ্চলসমূহের জনগণ তাদের প্রাপ্য অধিকার থেকে সাধারণত বঞ্চিত থাকে। সুবিধা বঞ্চিত অঞ্চলগুলোতেও সমন্বিত শিক্ষাসেবা সরবরাহ করা হবে বলে তিনি জানিয়েছেন।
তিনি আরও জানান, চলতি ১৪০২ সৌরহিজরি সালে ১৫ হাজারের বেশি নতুন শিক্ষক নিয়োগ করা হয়েছে। এবং দেশটিতে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত শিক্ষা কারিকুলামে প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছে। উচ্চতর শ্রেণিগুলোতেও সমন্বিত শিক্ষা কারিকুলামের অনুযায়ী সংশোধনীর কাজ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কারিকুলাম কমিটি।
যদিও শিক্ষার মানোন্নয়ন ও স্কুল-মাদ্রাসার প্রয়োজনীয় সাজ-সরঞ্জামসহ অন্যান্য সুবিধাদি সরবরাহের জন্য দেশটির ছাত্রসমাজ অনেকদিন থেকেই দাবি করে আসছে। দাবি মোতাবেক তালেবান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই তাদের চেষ্টা অব্যাহত রেখেছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুসারে বর্তমানে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রায় ১১ মিলিয়ন শিক্ষার্থী অধ্যয়নরত আছে। এছাড়াও প্রায় ৫ হাজার আফগান নাগরিক বিদেশে পড়াশোনা করছে।
তথ্যসূত্র:
——-
1. Over 35,000 Schools, Madrasas Operating in Country: Ministry
– http://tinyurl.com/f4bc8n3d