• দক্ষিণ লেবাননে জায়োনিস্ট বাহিনীর হামলায় অন্তত ১৪ জন আহত হয়েছেন।
• সৌদি আরব বলেছে, রাফাতে ইসরায়েলি হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য হবে।
• এক সিনিয়র হামাস কর্মকর্তা বলেছেন, ইসরায়েল তাদের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। তারা গাজা থেকে নিজেদের বন্দীদের উদ্ধার করতে পারেনি এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদেরকেও নির্মূল করতে পারেনি।
• গাজায় শিশুরা অপুষ্টিতে গণহারে মৃত্যুর আশংকা।
• ব্রাজিল প্রেসিডেন্ট গাজায় ইসরায়েলি আগ্রাসনকে হলোকাস্টের সাথে তুলনা করেছেন। ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে ব্রাজিল।
• জায়োনিস্টদের হামলায় গাজায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২৯,০৯২ জন ফিলিস্তিনি।
• দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পশ্চিমে আল-আমাল এলাকায় জায়োনিস্ট পদাতিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ। এতে জায়োনিস্ট সৈন্যরা হতাহত হয়েছে, এছাড়াও দুই জায়োনিস্ট সৈন্যকে স্নাইপার হামলার শিকার বানিয়েছেন মুজাহিদগণ।
• খান ইউনিসের আল-হাউজ এলাকায় ১৫ সদস্যের জায়োনিস্ট বাহিনী একটি ভবনে অবস্থান নিয়েছিল। তাদের উপর আল-কাসসাম ব্রিগেড অ্যান্টি-আরমর এবং অ্যান্টি-পার্সনেল আরপিজি শেল দিয়ে হামলা চালিয়েছেন। এতে জায়োনিস্ট বাহিনীর কতিপয় সৈন্য নিহত ও আহত হয়েছেন। মুজাহিদগণ শত্রু সৈন্যদের চিৎকার শুনতে পেয়েছেন। আগুন লেগেছে তাদের অবস্থান করা জায়গায়।
• গাজা শহরে জায়োনিস্ট বাহিনীর হারমেস ৯০০ গোয়েন্দা প্লেনে স্যাম-৭ মিসাইল দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড ও মুজাহিদিন ব্রিগেডের যোদ্ধারা।