জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ২০ ফেব্রুয়ারি, ২০২৪-এ চলমান যুদ্ধের মধ্যে গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির দাবিতে একটি প্রস্তাব নিয়ে আলোচনার জন্য বৈঠক করে। বেশিরভাগ সদস্য গাজায় ইসরায়েলের যুদ্ধে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানের পক্ষে ভোট দিয়েছে।
যুদ্ধবিরতির দাবিতে বাধা দিয়ে গাজায় ইসরায়েলের যুদ্ধের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ভেটো প্রদানের পরপরই গাজায় ইসরাইল নির্বিচার বোমা হামলা চালিয়েছে।
যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ কার্যত ‘হত্যাকাণ্ড চালিয়ে যাওয়ার সবুজ সংকেত’ দেওয়ার মতো বলে জানিয়েছে বেইজিং।
নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৩ সদস্য রাষ্ট্র প্রস্তাবের পক্ষে ভোট দেয়। কিন্তু নিরাপত্তা পরিষদের নীতি অনুযায়ী, একজন স্থায়ী সদস্য ভেটো দিলেই প্রস্তাব বাতিল হয়ে যায়। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভোটে এই প্রস্তাব বাতিল হয়। এছাড়া যুক্তরাজ্য ভোট দেওয়ায় বিরত থাকে।
তথ্যসূত্র:
1. US vetoes another UN Security Council resolution urging Gaza war ceasefire
– http://tinyurl.com/yrrff4rb