ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২২ ফেব্রুয়ারি, ২০২৪

0
123

মধ্য গাজায় ইসরায়েলি সিরিজ হামলায় ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও শতাধিক ফিলিস্তিনি।

পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে জায়োনিস্ট বিমান হামলায় অন্তত একজন নিহত হয়েছে।

ফিলিস্তিনের ভূমিতে নতুন আরও ৩,৩৪৪টি বাড়ি বানানোর অনুমতি পাবে দখলদার ইসরায়েলিরা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী তাদেরকে এই অনুমতি দেবে!

ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২৯,৪১০ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন ৬৯,৪৬৫ জন ফিলিস্তিনি।

২২শে ফেব্রুয়ারি জায়োনিস্ট বাহিনীর উপর প্রতিরোধ যোদ্ধাদের হামলার বিবরণ:

আল-কাসসাম ব্রিগেড:

🔻 গাজা শহরের জায়তুন এলাকায় ইয়াসিন ১০৫ রকেট দিয়ে মারকাভা ট্যাংকে হামলা চালিয়েছেন।

🔻খান ইউনিসের পশ্চিমে একটি বাড়িতে অবস্থান নেওয়া স্পেশাল জায়োনিস্ট বাহিনীর উপর টিবিজি দিয়ে হামলা চালিয়েছেন । এরপর তাদের সাথে মেশিনগান ব্যবহার করে যুদ্ধ করেছেন ।

🔻গাজা শহরের জায়তুন এলাকার দক্ষিণে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন। এই অভিযানে আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণের সাথে অংশ নিয়েছে মুজাহিদিন ব্রিগেডের যোদ্ধারা।

🔻 খান ইউনিসের শেখ নাসের এলাকায় ইয়াসিন ১০৫ দিয়ে একটি জায়োনিস্ট এপিসি ধ্বংস করেছেন

আল-কুদস ব্রিগেড:

🔻 জায়তুন এলাকায় ৬০মিমি মর্টার হামলা চালিয়েছেন জায়োনিস্ট বাহিনীর উপর।

🔻 খান ইউনিসের পশ্চিমে এক জায়োনিস্ট সৈন্যকে স্নাইপার হামলার শিকার বানিয়েছেন ।

🔻মেফালসিম এবং নির আমে রকেট হামলা হামলা চালিয়েছেন।

🔻 জায়তুন এলাকার কেন্দ্রে আসহুর মিলের চারপাশে অবস্থান করা জায়োনিস্ট বাহিনীর উপর ১০৭মিমি রকেট এবং মর্টার হামলা চালিয়েছেন।

মুজাহিদিন ব্রিগেড:

🔻বেইত হানুনের পূর্বে জায়োনিস্ট অবস্থানে মর্টার শেল নিক্ষেপ করেছেন।

🔻 দক্ষিণ-পূর্ব গাজায় জায়োনিস্ট অবস্থানে স্বল্প দূরত্বের রকেট হামলা চালিয়েছেন।

🔻 গাজা শহরের জায়তুন এলাকার দক্ষিণে ইসরায়েলি বাহিনীর অবস্থানে মর্টার হামলা চালিয়েছেন।

নাসের সালাহ আদ-দ্বীন ব্রিগেড:

🔻 উত্তর গাজায় জায়োনিস্ট অবস্থানে ১০৭ মিমি রকেট হামলা চালিয়েছেন।

আল-আকসা শহীদি ব্রিগেড:

🔻 উমার আল-কাসেম বাহিনীর সাথে এক যৌথ অভিযানে অংশ নিয়ে জায়োনিস্ট বাহিনীর সাপ্লাই লাইনে ১০৭মিমি রকেট হামলা চালিয়েছেন।

🔻 গাজার বিভিন্ন এলাকায় জায়োনিস্ট অবস্থানে মর্টার শেল হামলা চালিয়েছেন।

🔻 জায়তুন এলাকায় মেশিনগান এবং ট্যাংক বিধ্বংসী গোলা দিয়ে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে তীব্র যুদ্ধে লিপ্ত হয়েছেন।

🔻 গাজার পূর্বাঞ্চলে জায়োনিস্ট সৈন্যকে স্নাইপার হামলার শিকার বানিয়েছেন।

🔻 জায়তুন এলাকায় একটি জায়োনিস্ট সামরিক যানে একটি তানডেম রকেট দিয়ে হামলা চালিয়েছেন। এতে সামরিক যানটি ধ্বংস হয়েছে।

🔻 গাজার পূর্বাঞ্চলে একটি কোয়াডকপ্টার ড্রোন ভূপাতিত করে জব্দ করেছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানে বাস্তবায়নের পথে টিএপিআই (TAPI) গ্যাস পাইপলাইন মেগাপ্রকল্প
পরবর্তী নিবন্ধরোজার আগে আবারও বাড়লো চিনির দাম