প্রতিরোধ বাহিনী আল-কাসসাম ব্রিগেড ২৫ ফেব্রুয়ারি প্রায় আড়াই মিনিটের আরো একটি নতুন ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটিতে গাজার দক্ষিণ খান ইউনুস শহরে জায়োনিস্ট বাহিনী বিরুদ্ধে পরিচালিত একাধিক অতর্কিত আক্রমণের দৃশ্য ধারণ করা হয়েছে। এতে দেখা যায় প্রতিরোধ যোদ্ধার একটি ভবনে অবস্থান নেওয়া ৩ জায়োনিস্ট সৈন্যকেও সফলভাবে টার্গেট করছেন।
অভিযানের সময় প্রতিরোধ যোদ্ধাদেরকে RPG-7 লঞ্চার, “TBG” ট্যান্ডেম থার্মোবারিক রকেট, “আল-ইয়াসিন 105” ট্যান্ডেম রকেট এবং আইইডি (বিস্ফোরক) ব্যবহার করতে দেখা যায়।
উল্লেখ্য, জায়োনিস্ট বাহিনী শহরটিতে আগ্রাসন শুরুর কয়েকদিনের মাথায় নিশ্চিত করেছিল যে, তারা খান ইউনুসের যুদ্ধ সমাপ্তির কাছাকাছি, আগামী কয়েকদিনের মধ্যেই এই যুদ্ধ শেষ হবে। কিন্তু শহরটিতে আগ্রাসনের ২ মাস পেরিয়ে যাওয়ার পর এখনো প্রতিরোধ যোদ্ধাদের তীব্র অ্যাম্বুশ ও আক্রমণের মুখোমুখি হচ্ছে জায়োনিস্ট বাহিনী।
ভিডিও ডাউনলোড লিংক
https://archive.org/details/1_20240226_20240226_1537
ভিডিওটি সরাসরি দেখুন