আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা হাফিযাহুল্লাহ একটি বিবৃতিতে জানিয়েছেন, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কারণে প্রতিরোধ যোদ্ধাদের কাছে জিম্মি ৭ ইসরায়েলি নিহত হয়েছেন। এ নিয়ে জিম্মি নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে। সর্বশেষ নিহত ৭ জনের মধ্যে ৪ জন ইসরায়েলি এবং ৩ জন বিদেশি নাগরিক বলে জানা গেছে। তবে কখন, কোথায় এই ৭ জিম্মি নিহত হয়েছেন, তা জানানো হয় নি।
বিবৃতিতে এই সাতজনের মধ্যে তিনজনের নাম প্রকাশ করা হয়েছে। তারা হলো চাইম গারশন পেরি (৭৯), ইয়োরাম ইতাক মেতগার (৮০), আমিরাম ইসরায়েল কুপার (৮৫)। তিনি বলেন, “আমরা বন্দীদের জীবন রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি। কিন্তু আমাদের কাছে পরিষ্কার যে, ইসরাইলি বাহিনী পরিকল্পিতভাবে তাদের বন্দীদের হত্যা করছে। আর ইসরাইলি নেতৃত্ব তা করছে, এদের দায় থেকে মুক্তি পাওয়ার জন্য। তবে আমরা দৃঢ়ভাবে বলছি, এসব নিহত বন্দীদের মূল্য জীবিতদের সমান। তাদের নিতে হলে যথাযথ মূল্য দিতেই হবে। আমরা আশা করি, ইসরাইল তাদের লোকদের আর হত্যা করবে না”
এদিকে ইসরায়েল বলছে, বন্দীদের মধ্যে ৩১ জন ইতিমধ্যেই মারা গেছে। তবে সাতজনের মৃত্যু এর মধ্যে অন্তর্ভুক্ত কিনা এই বিষয়ে তারা এখনও স্পষ্ট নয়।
তথ্যসূত্র:
1. Israel Gaza: Seven hostages killed, Hamas says
– https://tinyurl.com/bdfarnp2