সোমালিয়ার জিজু রাজ্যে ৪ গুপ্তচরের উপর শরয়ী হদ কার্যকর করেছে মুজাহিদ বাহিনী হারাকাতুশ শাবাব।
শাহাদাহ এজেন্সির সূত্রে জানা যায়, গত ৩ মার্চ দক্ষিণ-পশ্চিম সোমালিয়ার জিজু রাজ্যের এলবেতো শহরে গুপ্তচরদের উপর উক্ত শরয়ী হদ কার্যকর করা হয়।
হারাকাতুশ শাবাবের গোয়েন্দা বিভাগের অভিযানে কয়েকমাস আগে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার হওয়া ব্যক্তিরা শাবাব নিয়ন্ত্রিত শরিয়াহ্ শাসিত অঞ্চলে আমেরিকা ও মোগাদিশু সরকারের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতো বলে জানা যায়। আর এই অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বন্দী করার পর শরিয়াহ্ আদালতে হস্তান্তর করে শাবাবের নিরাপত্তা বাহিনী। এরপর অপরাধীদের স্বীকারোক্তি ও তথ্য প্রমাণের পর শরিয়াহ্ আদালত উক্ত ৪ ব্যক্তির উপর হদের বিধান কার্যকর করার নির্দেশ জারি করে। আর তার ভিত্তিতেই গত রবিবার এলবেতো শহরের একটি উন্মুক্ত মাঠে জনসম্মুখে হদের বিধান (মৃত্যুদণ্ড) কার্যকর করা হয়।