ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৬ মার্চ, ২০২৪

0
129

উত্তর গাজার জাবালিয়া আল-বালাদে একটি মসজিদে ইসরায়েলি বোমা হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর গাজায় অপুষ্টি এবং ডিহাইড্রেশনে ভুগে ১৫ বছর বয়সী একজন এবং ৭২ বছর বয়সী আরেকজন ফিলিস্তিনি মারা গেছেন। এই নিয়ে মোট ২০ জন মারা গেলেন।

দখলীকৃত পশ্চিম তীরে নতুন করে আরও ৩৫০০ অবৈধ দখলদার আবাসন নির্মাণের অনুমতি দিচ্ছে জায়োনিস্ট কর্তৃপক্ষ।

গাজায় জায়োনিস্ট বাহিনীর হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩০,৭১৭ জন ফিলিস্তিনি।

এডেন উপসাগরে একটি মার্কিন মালবাহী জাহাজে হামলা চালিয়েছেন হুতিরা। এতে ট্রু কনফিডেন্স নামের ঐ জাহাজটিতে আগুন ধরে যায়। এই হামলায় অন্তত ২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তা।

৬ই মার্চ জায়োনিস্ট বাহিনীর উপর প্রতিরোধ যোদ্ধাদের হামলার বিবরণ:

আল-কুদুস ব্রিগেড:

🔻 গাজার জায়তুন এলাকার দক্ষিণে স্ট্রিট ১০-এ একটি তানডেম রকেট দিয়ে জায়োনিস্ট বাহিনীর একটি এপিসিতে হামলা চালিয়েছেন।

🔻 গাজার দক্ষিণে জায়োনিস্ট বাহিনীর কমান্ড এবং কন্ট্রোল সেন্টারে মর্টারশেল নিক্ষেপ করেছে যোদ্ধারা। খান ইউনিসেও জায়োনিস্ট সৈন্য ও সামরিক যানে মর্টারশেল নিক্ষেপ করা হয়েছে।

আল-আকসা ব্রিগেড:

🔻 জায়তুন এলাকার দক্ষিণাঞ্চলে জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল নিক্ষেপ করেছেন।

🔻 খান ইউনিসের উত্তরপূর্বের আল-কারারা এলাকায় একটি ভবনে দুই দখলদার জায়োনিস্ট সৈন্যকে স্নাইপার হামলার শিকার বানিয়েছেন।

🔻 গাজা শহরের পূর্বে জায়তুন এলাকার উপকণ্ঠে একটি জায়োনিস্ট সামরিক যানে আরপিজি দিয়ে হামলা চালিয়েছেন।

উমার আল-কাসিম বাহিনী:

🔻 খান ইউনিসের হামাদ শহরের উত্তরে জায়োনিস্ট বাহিনীর সামরিক যানের সমাবেশে মর্টারশেল হামলা চালিয়েছেন।

🔻 জায়তুন এলাকার দক্ষিণে একটি জায়োনিস্ট সামরিক যানে আরপিজি দিয়ে হামলা চালিয়েছেন।

মুজাহিদিন ব্রিগেড:

🔻 গাজা শহরের জায়তুন এলাকার দক্ষিণাঞ্চলে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টার হামলা চালিয়েছেন।

🔻 গাজার উত্তরে জাবালিয়া এলাকায় একটি সায়ের রকেট দিয়ে জায়োনিস্ট বাহিনীর একটি সামরিক যানে হামলা করেছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‘স্বজ্ঞানে মুসলিম হয়েছি’: স্বামীর মুক্তি চেয়ে নওমুসলিমা স্ত্রীর সংবাদ সম্মেলন
পরবর্তী নিবন্ধবুরকিনান সেনাবাহিনীর গণহত্যার শিকার ২২৩ জন বেসামরিক মানুষ