জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) জানিয়েছে, গত দুই সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো তারা সহায়তা প্রদানের চেষ্টা চালালেও উত্তর গাজায় তাদের ত্রাণবাহী গাড়ি অবরুদ্ধ করা হয়েছে। ত্রাণবাহী ১৪টি লরির কনভয়কে ওয়াদি গাজা চেকপয়েন্টে তিন ঘন্টা অপেক্ষার পর ইসরায়েলি বাহিনী ফিরিয়ে দিয়েছে।
গত ১৫ দিনের মধ্যে উত্তর গাজায় খাদ্য সরবরাহের জন্য এটিই ছিল ডব্লিউএফপির প্রথম কোনও প্রচেষ্টা। এর আগে গত ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে গাজার উত্তরাঞ্চলে খাদ্য সরবরাহ বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় ডব্লিউএফপি।
জাতিসংঘের মতে, উত্তর গাজায় ক্ষুধা “বিপর্যয় পর্যায়ে” পৌঁছেছে, যেখানে শিশুরা ক্ষুধাজনিত রোগে মারা যাচ্ছে এবং মারাত্মক মাত্রায় অপুষ্টিতে ভুগছে।
গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। এরপর থেকে টানা পাঁচ মাস ধরেই সেখানে নির্বিচারে নৃশংসতা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে অবরুদ্ধ ওই ভূখণ্ডে তীব্র মানবিক সংকটের সৃষ্টি হয়েছে। লাখ লাখ মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে অস্থায়ী তাঁবুসহ আশ্রয় কেন্দ্রগুলোতে দিনাতিপাত করছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জার পাশাপাশি হামলা হচ্ছে হাসপাতালেও। এতে করে গাজার স্বাস্থ্য ব্যবস্থা ইতোমধ্যেই ভেঙে পড়েছে। এরসঙ্গে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট।
তথ্যসূত্র:
1. World Food Programme says northern Gaza aid convoy blocked
– https://tinyurl.com/3vdjz3ec