• গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যথোপযুক্ত স্বাস্থ্যযত্ন ছাড়াই অবরুদ্ধ গাজায় প্রায় ৬০ হাজার প্রসূতি নারী দিন কাটাচ্ছেন।
• জায়োনিস্ট বাহিনীর হামলায় গাজায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩০,৮৭৮ জন ফিলিস্তিনি।
• ৭ই মার্চ জায়োনিস্ট বাহিনীর উপর প্রতিরোধ যোদ্ধাদের হামলার বিবরণ:
আল-কাসসাম ব্রিগেড:
🔻 হামাদ শহরে জায়োনিস্ট বাহিনীর ২০ সদস্যকে সুপরিকল্পিত অ্যাম্বুশের ফাঁদে ফেলেছেন আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ। এতে জায়োনিস্ট বাহিনীর সকল সদস্য হয় আহত বা নিহত হয়েছে।
আল-কুদুস ব্রিগেড:
🔻 গাজা উপত্যকায় এবং সেদরতে জায়োনিস্ট অবস্থানে রকেট হামলা চালিয়েছেন।
🔻 জায়তুন এলাকার দক্ষিণে স্ট্রিট ১০-এ জায়োনিস্ট অবস্থানে হামলা চালিয়েছেন।
🔻জায়তুন এলাকার দক্ষিণ-পূর্বে জায়োনিস্ট বাহিনীর অনুপ্রবেশকারী সামরিক যানের কনভয়কে অ্যাম্বুশের শিকার বানিয়েছেন।
🔻 খান ইউনিসের হামাদ শহরে জায়োনিস্ট বাহিনীকে টার্গেট করে তানডেম রকেট এবং আরপিজি দিয়ে হামলা চালিয়েছেন। এতে জায়োনিস্ট সৈন্যরা হতাহত হয়েছে।
আল-আকসা ব্রিগেড:
🔻 খান ইউনিসের হামাদ শহরে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন।
🔻 হামাদ শহরে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে উপযুক্ত যুদ্ধাস্ত্র ব্যবহার করে লড়াই করেছেন আল-আকসা ব্রিগেডের যোদ্ধারা। এতে জায়োনিস্ট সৈন্যদের নিশ্চিত হতাহতের খবর পাওয়া গেছে।
উমার আল-কাসিম বাহিনী:
🔻 খান ইউনিসের পশ্চিমে হামাদ উপকণ্ঠে জায়োনিস্ট বাহিনীর একটি সামরিক যানে বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা চালিয়েছেন যোদ্ধারা।