গাজা শহরের শাতি শরণার্থী শিবিরের উত্তরে খাবারের অপেক্ষায় থাকা মানুষের ভিড়ের মধ্যে বিমান থেকে ফেলা ত্রাণের আঘাতে ৫ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১০ জন। ৮ মার্চ শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আল-শিফা হাসপাতালের জরুরি বিভাগের প্রধান মোহাম্মদ আল-শেখ পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত ৫ মাস ধরে গাজায় অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছেছে গাজাবাসী। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় গত মাসে রিপোর্ট করেছে যে, গাজায় কমপক্ষে অর্ধ মিলিয়ন বা চারজনের মধ্যে একজন দুর্ভিক্ষের সম্মুখীন। গাজার দাতব্য সংস্থাগুলো তাই বলছে, যে পরিমাণ মানুষ অনাহারে রয়েছে, সেই তুলনায় অ্যামেরিকার এই ত্রাণ কিছুই না।
অথচ এই সামান্য ত্রাণের বাক্সগুলো বিমান থেকে ফেলতে গিয়ে প্যারাসুটে ত্রুটি দেখা দিয়ে আরও মানুষ মারা যাচ্ছে।
তথ্যসূত্র:
1. Aid airdrop kills five people in Gaza after parachute fails
– https://tinyurl.com/56s8k2cx