ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১৪ মার্চ, ২০২৪

0
139

আবারও খাদ্যের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের উপর নৃশংস হামলা চালিয়েছে জায়োনিস্ট ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এই হামলায় অন্তত ২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং দেড় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন।

হামাস কর্তৃপক্ষ গাজায় যুদ্ধবিরতির ব্যাপারে একটি প্রস্তাবনা উপস্থাপন করেছেন। সেটি প্রত্যাখ্যান করেছে জায়োনিস্ট বেনজামিন নেতানিয়াহুর কার্যালয়।

ইয়েমেনের হুথিদের নেতা বলেছে, তারা এখন ভারত মহাসাগরের উত্তমাশা অন্তরীপ অভিমুখ দিয়ে যাওয়া ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত জাহাজগুলোর উপরও হামলা চালাবে। ইতোমধ্যে তারা লোহিত সাগরে জায়োনিস্ট-মার্কিনি জোটের জাহাজগুলোতে হামলার লক্ষ্যবস্তু বানাচ্ছে।

গাজায় জায়োনিস্ট বাহিনীর হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩১,৩৪১ জন ফিলিস্তিনি।
• ১৪ই মার্চ গাজায় জায়োনিস্ট বাহিনীর অবস্থানে রকেট হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেডের যোদ্ধারা।

একইদিনে খান ইউনিসের পশ্চিমের হামাদ শহর উপকণ্ঠে আরপিজি দিয়ে দুটি জায়োনিস্ট সামরিক যানকে টার্গেট করেছেন উমার আল-কাসিম বাহিনীর যোদ্ধারা।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদারসে রমাদান || দরস-১ || রমাদান; আত্মশুদ্ধির মোক্ষম সুযোগ
পরবর্তী নিবন্ধত্রাণ নিতে এসে ইসরায়েলি হামলায় নিহত ২৯ ফিলিস্তিনি