• আল-শিফা হাসপাতালে আবারও বর্বর হামলা চালানো শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। ৩০ হাজারের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি সেখানে আশ্রয় নিয়েছিলেন।
• মধ্য গাজায় নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে বোমা হামলা চালিয়ে অন্তত ৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়োনিস্ট বাহিনী।
• পশ্চিম তীরে গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে জায়োনিস্ট দখলদাররা। ইসাওয়া শহরের ২০ জনসহ আরও বহু সংখ্যক ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে দখলদার ইসরায়েল।
• আন্তর্জাতিক আদালতের নির্দেশ অমান্য করে গাজায় সাহায্য বিতরণে বাঁধা দিচ্ছে ইসরায়েল—এমন অভিযোগ জানিয়েছে বার্তা দিয়েছে সাহায্যসংস্থা অক্সফাম।
• গাজায় জায়োনিস্ট ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩১,৭২৬ জন ফিলিস্তিনি।
• ১৭ই মার্চ জায়োনিস্ট বাহিনীর উপর হামলার সংক্ষিপ্ত বিবরণ:
আল-কুদুস ব্রিগেড:
🔻 গাজা শহরের পূর্বে জায়োনিস্ট গোয়েন্দা ড্রোন স্কাই লার্ক ভূপাতিত করেছেন।
🔻 মধ্য গাজার পূর্বে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন।
🔻 গাজার দক্ষিণপশ্চিমে এক ইসরায়েলি সৈন্যকে স্নাইপার হামলার শিকার বানিয়েছেন।
আল-আকসা শহীদি ব্রিগেড:
🔻 গত ৪৮ ঘণ্টায় জায়োনিস্ট বাহিনীর উপর ১৪টি অভিযান পরিচালনা করেছেন আল-আকসা শহীদি ব্রিগেডের যোদ্ধারা।
🔻গাজা শহরের দক্ষিণে, দেইর আল-বালাহতে এবং মধ্য গাজার পূর্বে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে স্বল্প দূরত্বের রকেট এবং মর্টারশেল হামলা চালিয়েছেন।
🔻 খান ইউনিসের উপকণ্ঠে জায়োনিস্ট বাহিনীর সাথে উপযুক্ত যুদ্ধাস্ত্র দিয়ে তীব্র লড়াই করেছেন।
উমার আল-কাসিম বাহিনী:
🔻নেতজারিম এলাকায় জায়োনিস্ট অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন।
🔻 জুহর আল-দিকে জায়োনিস্ট বাহিনীর অবস্থানগুলোতে স্বল্প দূরত্বের রকেট হামলা চালিয়েছেন। এতে জায়োনিস্ট সৈন্যরা ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।
🔻 জায়তুন এলাকায় জায়োনিস্ট বাহিনীর অবস্থানে কয়েকটি দল সম্মিলিতভাবে রকেট হামলা চালিয়েছেন। এতে জায়োনিস্ট বাহিনী ভারী ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।