ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১৮ মার্চ, ২০২৪

0
133

গাজা শহরের আল-শিফা হাসপাতালে হামলা চালিয়ে ২০ জনের অধিক ফিলিস্তিনিকে নিহত এবং ২০০ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে জায়োনিস্ট দখলদার ইসরায়েল।

আল-শিফা হাসপাতাল থেকে আল-জাজিরার আরবি প্রতিনিধি ইসমাইল আল-গুলকে গ্রেফতারের ১২ ঘণ্টা পর মুক্তি দিয়েছে জায়োনিস্ট বাহিনী। এসময় তাকে ভয়ানকভাবে পিটিয়েছে জায়োনিস্টরা।

মে মাসের মধ্যে উত্তর গাজায় ভয়ানক দুর্ভিক্ষ হানা দিতে পারে বলে সতর্ক করা হয়েছে একটি প্রতিবেদন। গাজার ২৩ লাখ মানুষের মধ্যে ৭০% এর অধিক ‘বিপর্যয়কর ক্ষুধা’-এর মুখোমুখি হয়েছে।

গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩১,৭২৬ জন ফিলিস্তিনি।

জায়োনিস্ট বাহিনীর উপর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের চালানো হামলার বিবরণ:

আল-কাসসাম ব্রিগেড:

🔻 গাজা শহরের আল-শিফা হাসপাতালের কাছে আগ্রাসী জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে তীব্র যুদ্ধে লিপ্ত হয়েছেন মুজাহিগণ। জায়োনিস্ট বাহিনীর কতিপয় সামরিক যানে হামলা চালিয়েছেন তাঁরা। এসময় জায়োনিস্ট সৈন্যদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে।

আল-কুদুস ব্রিগেড:

🔻 মধ্য গাজার পূর্বে জায়োনিস্ট অবস্থানে ১০৭মিমি রকেট হামলা চালিয়েছেন।

আল-আকসা শহীদি ব্রিগেড:

🔻 ভোরবেলা থেকে আল-শিফা হাসপাতালের আশপাশে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে উপযুক্ত যুদ্ধাস্ত্র এবং মেশিনগান দিয়ে লড়াই করছেন যোদ্ধারা।

🔻 মধ্য গাজার পূর্বে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন।

🔻 গাজা শহরের আল-শিফা হাসপাতালের কাছে দখলদার ইসরায়েলি বাহিনীর গাড়িতে হামলা চালিয়েছেন।

🔻 গাজা শহরের পশ্চিমাঞ্চলে জায়োনিস্ট বাহিনীর সাথে তীব্র যুদ্ধে লিপ্ত হয়েছেন।

নাসের সালাহ আদদ্বীন ব্রিগেড:

🔻 মধ্য গাজার পূর্বে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে ১০৭মিমি রকেট হামলা চালিয়েছেন।

উমার আল-কাসিম বাহিনী:

🔻 ভোরবেলা থেকে আল-শিফা হাসপাতালের আশপাশে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে তীব্র লড়াই করছেন। সুনিশ্চিতভাবে প্রাপ্ত তথ্যমতে, জায়োনিস্ট বাহিনীর একটি সামরিক যান এবং আরেকটি এপিসিতে সফলভাবে গাইডেড বিস্ফোরক দিয়ে হামলা চালিয়েছেন যোদ্ধারা।

🔻গাজার দক্ষিণপূর্বে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন।

🔻 গাজা শহরের দক্ষিণে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে স্বল্প দূরত্বের রকেট হামলা চালিয়েছেন।

মুজাহিদিন ব্রিগেড:

🔻 গাজা শহরের পশ্চিমে বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র ব্যবহার করে শত্রু বাহিনীর বিরুদ্ধে তীব্র লড়াই করেছেন যোদ্ধারা।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদারসে রমাদান।। দারস-৪।। আল-কুরআনে জাহান্নামের বর্ণনা।।
পরবর্তী নিবন্ধভোরে গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ২০