ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১৯ মার্চ, ২০২৪

0
94

মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে জায়োনিস্ট বাহিনীর হামলায় নিহতের সংখ্যা এখন ২৭ এ পৌঁছেছে। যুদ্ধে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসবাদী ইসরায়েল।

পশ্চিম তীরে গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে জায়োনিস্ট বাহিনী। রামাল্লার উত্তরে জালাজুন ক্যাম্প থেকে একটি ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে।

গাজায় জায়োনিস্ট ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩১,৮১৯ জন ফিলিস্তিনি।

• ১৯শে মার্চ মার্কিন-জায়োনিস্ট জোট বাহিনীর উপর প্রতিরোধ যোদ্ধাদের চালানো হামলার বিবরণ:

আল-কাসসাম ব্রিগেড:

🔻 গাজা শহরে আল-শিফা হাসপাতালের আশপাশে জায়োনিস্ট বাহিনীর ৭টি সামরিক যানে ১০৫ ইয়াসিন রকেট দিয়ে হামলা চালিয়েছেন।

🔻 আল-শিফা হাসপাতালের উপকণ্ঠে জায়োনিস্ট বাহিনীর একদল সন্ত্রাসী সৈন্যের উপর টিবিজি হামলা চালিয়েছেন। এতে শত্রুসৈন্যরা হতাহত হয়েছে।

আল-কুদুস ব্রিগেড:

🔻 নেতজারিমের পশ্চিমে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে ১০৭মিমি রকেট হামলা চালিয়েছেন।

🔻 আল-শিফা হাসপাতালের উপকণ্ঠে তানডেম এবং আরবিজি শেল দিয়ে ২টি সামরিক যানকে টার্গেট করেছেন।

🔻 আল-শিফা হাসপাতালের উপকণ্ঠে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে মেশিনগান ব্যবহার করে তীব্র লড়াই করেছেন। এতে জায়োনিস্ট সৈন্যদের মধ্যে সুনিশ্চিত হতাহতের ঘটনা ঘটেছে।

আল-আকসা শহীদি ব্রিগেড:

🔻 আল-শিফা হাসপাতালের কাছে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে মেশিনগান এবং আরপিজি দিয়ে ‍তীব্র যুদ্ধ করেছেন।

🔻 নেতজারিম এবং গাজা শহরে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন।

🔻 গাজা শহরের পশ্চিমে আল-নাসর এলাকায় জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে মেশিনগান এবং আরপিজি নিয়ে তীব্র যুদ্ধ করেছেন যোদ্ধারা।

মুজাহিদিন ব্রিগেড:

🔻 আল-শিফা হাসপাতালের উপকণ্ঠে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র নিয়ে তীব্র সংঘর্ষে লিপ্ত হয়েছেন।

🔻 আল-শিফা হাসপাতালের কাছে জায়োনিস্ট বাহিনীর ২টি মারকাভা ট্যাংকে হামলা চালিয়েছেন।

আল-আসিফাহ বাহিনী:

🔻 খান ইউনিসে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে তীব্র যুদ্ধে জড়িয়েছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদারসে রমাদান।। দারস-৬।। পাপের পর নেকি করো ।।
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের কাশকারি অঞ্চলে অপরিশোধিত তেল সংরক্ষণাগার নির্মাণ কাজ শুরু