ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২০ মার্চ, ২০২৪

0
60

হামাসের সিনিয়র কর্মকর্তা ওসামা হামদান জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতির ব্যাপারে হামাসের প্রস্তাবে না-সূচক জবাব দিয়েছে ইসরায়েল। এর মাধ্যমে বুঝা যাচ্ছে যে, কাতারে চলা আলোচনা আবারও ব্যর্থ হবে।

আল-শিফা হাসপাতালে ভয়ংকর তাণ্ডব চালিয়েছে সন্ত্রাসবাদী ইসরায়েল। সেখানে অবস্থান নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা জানিয়েছে, তাদেরকে উলঙ্গ করে জিজ্ঞাসাবাদ করেছে জায়োনিস্ট ইসরায়েল। কাউকে কাউকে গুলি করেছে, আর অনেককে বন্দী করে নিয়ে গেছে।

পশ্চিম তীরের জেনিন শহরে একটি গাড়িতে বিমান হামলা চালিয়েছে জায়োনিস্ট ইসরায়েল। এতে দুই জন নিহত হয়েছেন।

জায়োনিস্ট প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু বলেছে, রাফাহতে আগ্রাসন চালানোর জন্য প্রস্তুতি চলছে। তবে অপারেশন পরিচালনার জন্য ‘কিছু সময় লাগবে’ বলে মন্তব্য করেছে সে।

২০শে মার্চ জায়োনিস্ট বাহিনীর উপর প্রতিরোধ যোদ্ধাদের চালানো হামলার বিবরণ:

আল-কাসসাম ব্রিগেড:

🔻 খান ইউনিসের উত্তরে কারারা এলাকায় ইয়াসিন ১০৫ দিয়ে জায়োনিস্ট বাহিনীর একটি সাঁজোয়া যানে হামলা করেছেন।

🔻 খান ইউনিসের উত্তরের কারারা এলাকায় জায়োনিস্ট বাহিনী একটি টানেলে ঢুকতে যাওয়ার সময় টানেলের মুখে বিস্ফোরণ ঘটিয়েছেন। এতে কতিপয় শত্রুসেনা হতাহত হয়েছে।

🔻 আল-শিফা হাসপাতালের আশপাশে জায়োনিস্ট বাহিনীর ২টি মারকাভা ট্যাংকে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালিয়েছেন।

আল-কুদুস ব্রিগেড:

🔻 খান ইউনিসের কারারা এলাকায় জায়োনিস্ট অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন।

আল-আকসা শহীদি ব্রিগেড:

🔻 আল-শিফা হাসপাতালের আশপাশে জায়োনিস্ট বাহিনীর ২টি সামরিক যানে আরপিজি দিয়ে হামলা করেছেন।

🔻 নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল এবং রকেট হামলা চালিয়েছেন।

🔻 খান ইউনিসের কারারা এলাকায় জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন।

মুজাহিদিন ব্রিগেড:

🔻 আল-শিফা হাসপাতালের কাছে জায়োনিস্ট বাহিনীর একটি সামরিক যানে ট্যাংকবিধ্বংসী রকেট হামলা চালিয়েছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঢাবিতে রমজান বিষয়ক অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধশাবাবের অভিযানে সোমালি গোয়েন্দা সংস্থার ২২ সেনা হতাহত