ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২৩ মার্চ, ২০২৪

0
150

• দেইর আল-বালাহতে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত ৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

• এই সপ্তাহে কোনো এজেন্সির খাদ্য বহরকেই ফিলিস্তিনে প্রবেশ করতে দিচ্ছে না জায়োনিস্ট ইসরায়েল।

• হামাস ১০০ জায়োনিস্ট বন্দীকে মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধ বন্ধ এবং গাজা থেকে জায়োনিস্ট সৈন্য প্রত্যাহারের প্রস্তাব দিয়েছিল। কিন্তু জায়োনিস্ট ইসরায়েল এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ইসরায়েল গাজায় যুদ্ধ বন্ধ করতে চায় না।

• আল-কাসসাম ব্রিগেডের একজন মুখপাত্র জানিয়েছেন, বেগিভ বুচহাতাফ নামে ৩৪ বছর বয়সী এক ইসরায়েলী বন্দী খাদ্য ও ওষুধের অভাবে মারা গেছে।

• গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩২,১৪২ জন ফিলিস্তিনি।

• ২৩শে মার্চ জায়োনিস্ট বাহিনীর উপর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলার বিবরণ:

আল-কাসসাম ব্রিগেড:

🔻 আল-শিফা হাসপাতালের কাছে একটি ইসরায়েলি সামরিক যানে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা করেছেন।

🔻 আল-শিফা হাসপাতালের কাছে একটি ভবনে অবস্থান করছিল জায়োনিস্ট সৈন্যদের একটি দল। তাদের উপর একটি টিবিজি রকেট দিয়ে হামলা চালান আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ। এতে জায়োনিস্ট সৈন্যরা হতাহত হয়েছে।

🔻 আল-শিফা হাসপাতালের আশপাশে আগ্রাসী জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল হামলা চালিয়েছেন মুজাহিদগণ।

-🔻 আল-শিফা হাসপাতালের দক্ষিণে জায়োনিস্ট বাহিনীর একটি এপিসিতে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা করেছেন মুজাহিদগণ।

🔻 আল-শিফা হাসপাতালের দক্ষিণে ৩টি জায়োনিস্ট মারকাভা ট্যাংকে শোয়াথ বিস্ফোরক ডিভাইস এবং ইয়াসিন ১০৫ রকেট দিয়ে হামলা চালিয়েছেন।

আল-আকসা শহীদি ব্রিগেড:

🔻 আল-শিফা হাসপাতালের আশপাশে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন।

🔻 গাজার উত্তরে বেইত হানুন শহরের পূর্বে আল-বুরা এলাকায় জায়োনিস্ট বাহিনীর একটি সামরিক যানে আরপিজি দিয়ে হামলা করেছেন।

🔻 আল-শিফা হাসপাতালের আশপাশে জায়োনিস্ট বাহিনীর সামরিক যানে এবং জায়োনিস্ট সৈন্যদের উপর মর্টারশেল নিক্ষেপ করেছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরমজানের দশ দিনে ৮৭৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল
পরবর্তী নিবন্ধগুজরাটে বোর্ড পরীক্ষায় মুসলিম শিক্ষার্থীদের হিজাব খুলতে বাধ্য করলো হল পরিদর্শক