গাজায় আরও দুই হাসপাতাল ঘিরে ইসরায়েলের হামলা

0
90

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, সপ্তাহভর গাজার আল-শিফা হাসপাতালে হামলার পর ২৪ মার্চ, রবিবার আরও দুটি হাসপাতাল ঘিরে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এ দুটি হাসপাতাল হলো আল-আমল ও আল–নাসর হাসপাতাল। ভারী অস্ত্র নিয়ে হামলার পাশাপাশি হাসপাতাল দুটি থেকে গুলির মুখে রোগী, চিকিৎসকসহ সবাইকে পালাতে বাধ্য করেছে তারা।

রেড ক্রিসেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েলের সাঁজোয়া বাহিনী আল-আমল হাসপাতাল বন্ধ করে দিয়েছে এবং এর আশপাশে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। আমাদের কর্মীরা এ মুহূর্তে চরম বিপদের মুখে রয়েছেন। তাঁদের কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না। ইসরায়েলি সেনারা আল-আমল হাসপাতাল থেকে সবাইকে দ্রুত বেরিয়ে যেতে বলছেন। হাসপাতালের রোগী ও এর বাইরে থাকা আশ্রয়হীন মানুষজনকে লক্ষ্য করে “স্মোক বোমা” ছোড়া হচ্ছে।’

গাজার খান ইউনিসে ব্যাপক বোমাবর্ষণ ও গোলা নিক্ষেপ করছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যেই তারা ট্যাংক নিয়ে আল-আমল ও আল–নাসর হাসপাতালে হামলা শুরু করেছে। এতে রেড ক্রিসেন্টের এক কর্মী নিহত হয়েছেন।

এদিকে গত সপ্তাহ থেকে গাজার আল-শিফা হাসপাতালে হামলা চালাচ্ছে ইসরায়েল। সেখান থেকে ৪৮০ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে তারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গাজা সিটির আল-শিফা হাসপাতাল থেকে বেশ কয়েকজন রোগী ও চিকিৎসাকর্মীকে ধরে নিয়ে গেছেন ইসরায়েলি সেনারা। গাজায় যুদ্ধের পরিস্থিতিতেও এ হাসপাতালে সীমিতভাবে চিকিৎসা কার্যক্রম চলছিল।

এছাড়াও, খান ইউনিসের বাসিন্দারা বলছেন, ইসরায়েলি ট্যাংক আল–নাসর হাসপাতালের দিকে গেছে। এ সময় বোমাবর্ষণ ও ব্যাপক গোলাগুলি করেছেন ইসরায়েলি সেনারা।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৩২ হাজার ২২৬ ছাড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন ৭৪ হাজার ৫১৮ জনের বেশি।


তথ্যসূত্র:
1. Israel besieges two more Gaza hospitals, demands evacuations, Palestinians say
https://tinyurl.com/5hfmrxb8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকেনিয়ায় শাবাবের পৃথক অভিযানে এলাকা বিজয় সহ ২০ সেনা হতাহত
পরবর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২৬ মার্চ, ২০২৪