• রাফা শহরে একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে জায়োনিস্ট বাহিনী। এতে অন্তত ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
• দখলীকৃত পশ্চিম তীরে জায়োনিস্ট বাহিনী অভিযান চালিয়ে ১৮ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে। এর আগে দখলদার জায়োনিস্টদের উপর গুলি চালিয়ে ৩ দখলদার ইসরায়েলিকে আহত করা হয়েছিল। এরপরই অভিযান চালিয়ে ১৮জন গ্রেফতার করে দখলদার বাহিনী।
• আল-শিফা হাসপাতালকে এখনও অবরুদ্ধ করে রেখেছে জায়োনিস্ট বাহিনী। নিয়মিত ধ্বংসযজ্ঞ চালাচ্ছে হাসপাতালে।
• সিরিয়ার আলেপ্পো শহরে ইসরায়েলি হামলায় সাধারণ মানুষ ও কিছু সংখ্যক সামরিক সদস্য মিলিয়ে মোট অন্তত ৩৮ জন নিহত হয়েছেন।
• জায়োনিস্ট নেতানিয়াহু বলেছে, দখলদার ইসরায়েলি বাহিনী এখন রাফাতে স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে।
• গাজায় জায়োনিস্ট হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩২,৫৫২ জন ফিলিস্তিনি।
• ২৮শে মার্চ জায়োনিস্ট বাহিনীর উপর প্রতিরোধ যোদ্ধাদের চালানো হামলার বিবরণ:
আল-কাসসাম ব্রিগেড:
🔻 গাজা শহরের তাল আল-হাওয়া এলাকার পশ্চিমে জায়োনিস্ট বাহিনীর একটি মারকাভা-৪ ট্যাংকে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালিয়েছেন মুজাহিদগণ।
🔻 তাল আল-হাওয়ার পশ্চিমে ইয়াসিন ১০৫ রকেট দিয়ে জায়োনিস্ট মারকাভা-৩ ট্যাংকে হামলা চালিয়েছেন।
🔻 খান ইউনিসের উত্তরে কারারা এলাকায় ইয়াসিন ১০৫ এবং তানডেম রকেট দিয়ে একটি মারকাভা-৩ ট্যাংক এবং আরেকটি সামরিক ডি৯ বুলডোজারে হামলা করেছেন।
🔻খান ইউনিসের উত্তরে কারারা এলাকায় দখলদার বাহিনীর একদল পদাতিক সৈন্যকে ববি-ট্র্যাপ হাউজ বিস্ফোরণের শিকার বানিয়েছেন। এতে জায়োনিস্ট সৈন্যরা হতাহত হয়েছে। হতাহত শত্রুসৈন্যদের উদ্ধারে একটি দখলদার হেলিকপ্টার সেখানে এসেছে।
আল-কুদুস ব্রিগেড:
🔻 আল-শিফা হাসপাতালের আশপাশে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে আল-কাসসাম ব্রিগেডের সাথে যৌথভাবে মর্টারশেল হামলা চালিয়েছেন।
🔻 আল-শিফা হাসপাতালের পাশে আল-থাওরা স্ট্রিটে একটি ইসরায়েলি সামরিক যানে তানডেম রকেট দিয়ে হামলা করেছেন।
আল-আকসা শহীদি ব্রিগেড:
🔻 আল-শিফা হাসপাতালের আশপাশে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন।
🔻 আল-শিফা হাসপাতালের পাশে একটি জায়োনিস্ট সামরিক যানে আরপিজি দিয়ে হামলা করেছেন।
🔻 আল-শিফা হাসপাতালের পাশে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন।
মুজাহিদিন ব্রিগেড:
🔻 আল-শিফা হাসপাতালের পাশে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন।
🔻 আল-শিফা হাসপাতালের আশপাশে দখলদার সৈন্য ও সামরিক যানের অবস্থানে আল-কুদুস ব্রিগেডের সাথে যৌথভাবে মর্টারশেল হামলা চালিয়েছেন।