ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২৮ মার্চ, ২০২৪

0
125

রাফা শহরে একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে জায়োনিস্ট বাহিনী। এতে অন্তত ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

দখলীকৃত পশ্চিম তীরে জায়োনিস্ট বাহিনী অভিযান চালিয়ে ১৮ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে। এর আগে দখলদার জায়োনিস্টদের উপর গুলি চালিয়ে ৩ দখলদার ইসরায়েলিকে আহত করা হয়েছিল। এরপরই অভিযান চালিয়ে ১৮জন গ্রেফতার করে দখলদার বাহিনী।

আল-শিফা হাসপাতালকে এখনও অবরুদ্ধ করে রেখেছে জায়োনিস্ট বাহিনী। নিয়মিত ধ্বংসযজ্ঞ চালাচ্ছে হাসপাতালে।

সিরিয়ার আলেপ্পো শহরে ইসরায়েলি হামলায় সাধারণ মানুষ ও কিছু সংখ্যক সামরিক সদস্য মিলিয়ে মোট অন্তত ৩৮ জন নিহত হয়েছেন।

জায়োনিস্ট নেতানিয়াহু বলেছে, দখলদার ইসরায়েলি বাহিনী এখন রাফাতে স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে।

গাজায় জায়োনিস্ট হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩২,৫৫২ জন ফিলিস্তিনি।

• ২৮শে মার্চ জায়োনিস্ট বাহিনীর উপর প্রতিরোধ যোদ্ধাদের চালানো হামলার বিবরণ:

আল-কাসসাম ব্রিগেড:

🔻 গাজা শহরের তাল আল-হাওয়া এলাকার পশ্চিমে জায়োনিস্ট বাহিনীর একটি মারকাভা-৪ ট্যাংকে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালিয়েছেন মুজাহিদগণ।

🔻 তাল আল-হাওয়ার পশ্চিমে ইয়াসিন ১০৫ রকেট দিয়ে জায়োনিস্ট মারকাভা-৩ ট্যাংকে হামলা চালিয়েছেন।

🔻 খান ইউনিসের উত্তরে কারারা এলাকায় ইয়াসিন ১০৫ এবং তানডেম রকেট দিয়ে একটি মারকাভা-৩ ট্যাংক এবং আরেকটি সামরিক ডি৯ বুলডোজারে হামলা করেছেন।

🔻খান ইউনিসের উত্তরে কারারা এলাকায় দখলদার বাহিনীর একদল পদাতিক সৈন্যকে ববি-ট্র্যাপ হাউজ বিস্ফোরণের শিকার বানিয়েছেন। এতে জায়োনিস্ট সৈন্যরা হতাহত হয়েছে। হতাহত শত্রুসৈন্যদের উদ্ধারে একটি দখলদার হেলিকপ্টার সেখানে এসেছে।

আল-কুদুস ব্রিগেড:

🔻 আল-শিফা হাসপাতালের আশপাশে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে আল-কাসসাম ব্রিগেডের সাথে যৌথভাবে মর্টারশেল হামলা চালিয়েছেন।

🔻 আল-শিফা হাসপাতালের পাশে আল-থাওরা স্ট্রিটে একটি ইসরায়েলি সামরিক যানে তানডেম রকেট দিয়ে হামলা করেছেন।

আল-আকসা শহীদি ব্রিগেড:

🔻 আল-শিফা হাসপাতালের আশপাশে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন।

🔻 আল-শিফা হাসপাতালের পাশে একটি জায়োনিস্ট সামরিক যানে আরপিজি দিয়ে হামলা করেছেন।

🔻 আল-শিফা হাসপাতালের পাশে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন।

মুজাহিদিন ব্রিগেড:

🔻 আল-শিফা হাসপাতালের পাশে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন।

🔻 আল-শিফা হাসপাতালের আশপাশে দখলদার সৈন্য ও সামরিক যানের অবস্থানে আল-কুদুস ব্রিগেডের সাথে যৌথভাবে মর্টারশেল হামলা চালিয়েছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলকে ৯৯ শতাংশ অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র ও জার্মানি
পরবর্তী নিবন্ধকাশ্মীর জিহাদের মহানায়ক: কমান্ডার জাকির মূসা রহিমাহুল্লাহ || পর্ব-২ (শেষ পর্ব) ||