ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৫ এপ্রিল, ২০২৪

0
217

• সম্ভাব্য লাইলাতুল কদরের পরে আল-আকসা প্রাঙ্গণে ইবাদরত মুসলিমদের উপর ড্রোন থেকে টেয়ারগ্যাস নিক্ষেপ করেছে জায়োনিস্ট বাহিনী। এছাড়া অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ইসরায়েলিরা আল-আকসা প্রাঙ্গণে থাকা ফিলিস্তিনি মুসলিমদেরকে পিটিয়েছে।
• সিআইএ-এর সাবেক প্রধান বলেছে, আমার অভিজ্ঞতা বলছে ইসরায়েলিরা প্রথমে গুলি করে এবং পরে জিজ্ঞাসাবাদ করে! ইসরায়েলকে সাধারণ মানুষ নিহতের পরিমাণ কমিয়ে আনার পরামর্শও দিয়েছে সে!
• আল-আকসা প্রাঙ্গণ থেকে অন্তত ১৬ জন মুসল্লিকে গ্রেফতার করেছে জায়োনিস্ট ইসরায়েল।
• উত্তর ও মধ্য গাজার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের বাড়িঘরে হামলা চালিয়েছে জায়োনিস্ট ইসরায়েল।
• দক্ষিণ লেবাননে ব্লিদা এবং মেইস আল-জাবালে দুটি বিমান হামলা চালিয়েছে জায়োনিস্ট বাহিনী।
• গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৩৩,০৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
• রাত ১টার দিকে উত্তর জর্দান উপত্যকার রাজা হুসেইন সীমান্ত ক্রসিংয়ে জায়োনিস্ট বাহিনীর উপর জর্দানের দিক থেকে গুলিবর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে জায়োনিস্ট সূত্রগুলো। এতে জায়োনিস্ট বাহিনীর একটি সামরিক জিপ ধ্বংস হয়েছে। এই ঘটনার পর জায়োনিস্ট বাহিনী এবং জর্দানের সরকারি বাহিনী সম্মিলিতভাবে তদন্তে নেমেছে বলে জানা যায়।
• গাজা শহরের দক্ষিণে আল-মুগরাকা এলাকায় এবং দেইর আল-বালাহ ক্যাম্পের পূর্বে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে তীব্র লড়াই করেছেন উমার আল-কাসিম বাহিনী। এসময় জায়োনিস্ট সৈন্যদের উপর তারা আরপিজি এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত করেছেন।
• গত কিছুদিনে আল-আকসা শহীদি ব্রিগেডের যোদ্ধারা জায়োনিস্ট বাহিনীর ৫টি সামরিক যান সম্পূর্ণভাবে বা আংশিকভাবে ধ্বংস করেছেন। এসময়টাতে পরিচালিত ১৭টি বিভিন্ন ধরনের অভিযানে জায়োনিস্ট বাহিনীর কয়েক ডজন সৈন্য হতাহত হয়েছে বলেও জানিয়েছেন প্রতিরোধ যোদ্ধারা।
• দখলীকৃত উম্মুল ফাহেমের কাছে মেগিদদুতে এক জায়োনিস্ট পুলিশ অফিসারের উপর হাতুড়ি দিয়ে হামলা চালিয়েছেন এক ফিলিস্তিনি। এসময় ঐ ফিলিস্তিনিকে আহত এবং গ্রেফতার করেছে জায়োনিস্ট বাহিনী।
• নাবলুসে নতুন আসকার ক্যাম্পে আগ্রাসী জায়োনিস্ট বাহিনীর সাথে তীব্র যুদ্ধে লিপ্ত হয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেডের নাবলুস শাখার যোদ্ধারা। এসময় তারা মেশিনগান এবং বিস্ফোরক ডিভাইস ব্যবহার করেছেন। একইভাবে নূর শামস ক্যাম্পেও জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন যোদ্ধারা

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে আরও ৯৮৫ জন যুবকের সেনা প্রশিক্ষণ সম্পন্ন
পরবর্তী নিবন্ধমোগাদিশুতে শাবাবের হামলায় ২ তুর্কি কমান্ডার সহ নিহত ৭