আফগানিস্তানকে সাম্রাজ্যবাদের কবরস্থান হিসেবে অভিহিত করল মার্কিন প্রেসিডেন্ট

1
494

শেষ পর্যন্ত আফগানিস্তানে নিজদের পরাজয় মেনে নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি আফগানিস্তানকে সাম্রাজ্যবাদের কবরস্থান বলেও উল্লেখ্য করেছে জো বাইডেন।

গত ২৩ মে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো আমেরিকায় তিন দিনের রাষ্ট্রীয় সফরে গিয়েছিল। এ উপলক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেছে।

উক্ত অনুষ্ঠানে এক সাংবাদিক হাইতিতে কেনিয়ার সামরিক উপস্থিতি সম্পর্কে জো বাইডেনের কাছে প্রশ্ন রেখে বলে, “প্রেসিডেন্ট বাইডেন, কেনিয়া একটি সমস্যাপূর্ণ অঞ্চলে রয়েছে। সোমালিয়া, দক্ষিণ সুদান, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর মতো অশান্ত অঞ্চলে কেনিয়া যুদ্ধের বোঝা বহন করে চলেছে। আপনি যেমনটা বলেছেন, ওয়াশিংটন হাইতিতে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছে। আপনার নেতৃত্বে আমেরিকা ২০২১ সালে আফগানিস্তানে দীর্ঘ একটি যুদ্ধের অবসান ঘটিয়েছে। আপনি কাবুল থেকে সৈন্য প্রত্যাহার করে নিয়েছেন। আবার আপনিই কেনিয়াকে নাইরোবি থেকে ১২,০০০ কিলোমিটার দূরে একটি যুদ্ধে জড়াতে চাইছেন, এটা কি হাস্যকর নয়? আমি বলতে চাইছি কেন এই অসঙ্গতি, কেন এই দ্বিমুখিতা? যখন আপনি বিদেশের মাটিতে দীর্ঘকালীন যুদ্ধ শেষ করেছেন, তখন আপনি কেনিয়াকে কেন হাইতির যুদ্ধে জড়াতে চাইছেন! আপনি কি এটি ব্যাখ্যা করতে পারবেন?”

সাংবাদিকের করা এই প্রশ্নের জবাবে জো বাইডেন বলেছে, “খুব সহজ। এর কারণ হচ্ছে, প্রথমত, আফগানিস্তানকে সাম্রাজ্যবাদীদের কবরস্থান হিসেবে অভিহিত করা হয়। আফগানিস্তানকে কারও ঐক্যবদ্ধ করার সম্ভাবনা খুবই অসম্ভব।
আর দ্বিতীয়ত, আফগানিস্তান দখল করা ছাড়াই আইএসআইএসকে নিয়ন্ত্রণ করার কৌশল রয়েছে। দেশটি দখল করা অপ্রয়োজনীয় ছিল।”

উল্লেখ্য যে, ২০ বছরের দখলদারিত্বের পরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদেরকে আনুষ্ঠানিকভাবে ২০২১ সালের ৩১ আগস্ট আফগানিস্তান থেকে চলে যেতে বাধ্য করা হয়, এর মাধ্যমে আমেরিকা আফগানিস্তানে দীর্ঘ বিশ বছরের একটি যুদ্ধে হেরে যায়, যার ফলস্বরূপ ইমারতে ইসলামিয়ার তালিবান উমারাগণ আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করেন। এর আগে আফগানিস্তান থেকে আরও দুটি সাম্রাজ্যবাদী পরাশক্তি ব্রিটিশ ও সোভিয়েত ইউনিয়নের লজ্জাজনক পরাজয় ঘটে।


তথ্যসূত্র:
1. Remarks by President Biden and President William Ruto of the Republic of Kenya in Joint Press Conference
https://tinyurl.com/2s3vtpch
2. Biden, Kenyan President William Ruto hold news conference | full video
https://tinyurl.com/yc8dr7mf

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় অব্যাহত ইসরায়েলি বর্বরতায় আরো ২৪ ফিলিস্তিনি নিহত
পরবর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৩১ মে, ২০২৪