ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৩১ মে, ২০২৪

0
141

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব পেশ করেছে।

হামাস জানিয়েছেন, তারা মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছেন।

ইসরায়েলি নেতাদেরকে গ্রেফতারের ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ আদালতের আবেদনকে প্রত্যাখ্যান করেছে বাইডেন। সে বলেছে, গাজায় ইসরায়েল কোনো গণহত্যা চালাচ্ছে না!

জায়োনিস্ট ইসরায়েল দক্ষিণ গাজার রাফায় আগ্রাসন চালানোর পর সেখানের জনজীবন রহস্যময় ধ্বংসাত্মক হয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য সংস্থা।

ইন্দোনেশিয়ার নির্বাচিত প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো বলেছেন, তার দেশ গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে প্রয়োজনে শান্তিরক্ষী সেনা পাঠাতে ইচ্ছুক।

দেইর আল-বালাহ এর আল-আকসা শহীদি হাসপাতালে অপুষ্টি এবং ডিহাইড্রেশনে ভোগে ১৩ বছর বয়সী এক ফিলিস্তিনি শিশু মারা গেছে। অপুষ্টি ও ডিহাইড্রেশনে গাজায় এখন পর্যন্ত ৩৭ জন ফিলিস্তিনি মারা গেছেন বলে মেডিকেল সূত্রগুলো জানিয়েছে।

পশ্চিম তীরের নাবলুসের পূর্বে বালাতা শরণার্থী শিবিরে জায়োনিস্ট বাহিনীর গুলিতে ৩ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

গাজায় জায়োনিস্ট হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৬,২৮৪ জন ফিলিস্তিনি।

রামাল্লার উত্তরপূর্বে আইন সামিয়ার কাছে একটি দখলদার আউটপোস্টে গুলিবর্ষণ করেছেন প্রতিরোধ যোদ্ধারা।

নাবলুসে আগ্রাসন চালানো জায়োনিস্ট বাহিনীর উপর তীব্র গুলিবর্ষণ করেছেন আল-আকসা শহীদি ব্রিগেডের যোদ্ধারা।

উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পে জায়োনিস্ট অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড।

রাফার দক্ষিণে সালাহ আদ-দ্বীন গেটের উপকণ্ঠে অনুপ্রবেশকারী জায়োনিস্ট সৈন্যদের উপর মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড।

নেতজারিমে জায়োনিস্ট অবস্থানে মর্টারশেল হামলার ভিডিও প্রকাশ করেছেন আল-আকসা শহীদি ব্রিগেড।

গাজা শহরের দক্ষিণে নেতজারিম করিডোরের জায়োনিস্ট সাপ্লাই লাইনে দখলদার বাহিনীর অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-আসিফাহ বাহিনী।

আল-খলিলের দক্ষিণে আল-ফাওয়ার ক্যাম্পে একটি জায়োনিস্ট ড্রোন ভূপাতিত করেছেন প্রতিরোধী যুবকরা।

উত্তর গাজার শেখ জায়েদের উপকণ্ঠে দুই জায়োনিস্ট সৈন্যকে স্নাইপিং করেছেন আল-কাসসাম ব্রিগেড।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানকে সাম্রাজ্যবাদের কবরস্থান হিসেবে অভিহিত করল মার্কিন প্রেসিডেন্ট
পরবর্তী নিবন্ধদখলদার সেনা প্রত্যাহারের পর জাবালিয়া ক্যাম্পে কয়েক ডজন লাশ উদ্ধার