৩১ মে, শুক্রবার দখলদার সেনাবাহিনীর প্রত্যাহারের পর, উদ্ধারকারী দলগুলি উত্তর গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত কয়েক ডজন মৃতদেহ উদ্ধার করেছে৷
ওয়াফা সংবাদমাধ্যম জানিয়েছেন, উদ্ধারকারী দল এবং সিভিল ডিফেন্সের কর্মীরা জাবালিয়া শরণার্থী শিবির থেকে ২০ শিশু সহ ৭০ টিরও বেশি মৃতদেহ উদ্ধার করেছে।
বাড়িঘর, আশ্রয় কেন্দ্র, স্কুল এবং হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা কয়েক ডজন নিখোঁজ মানুষের জন্য এখনও অনুসন্ধান চলছে।
দখলদারদের ২০ দিনের আক্রমণে জাবালিয়া ক্যাম্প ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ২০ দিনের এই ধ্বংসাতক অভিযানে শত শত মানুষ নিহত হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে ২ লক্ষ মানুষ।
জাতিসংঘ তাদের এক্স অ্যাকাউন্টে জানিয়েছে, গাজা উপত্যকা জুড়ে ১৭০টিরও বেশি ইউএনআরডব্লিউএ স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
ইউএনআরডব্লিউএ জানিয়েছে যে, তাদের স্কুলে আশ্রয় নেওয়া লোকদের তাঁবুতে ইসরায়েলি দখলদার বাহিনী আগুন লাগিয়ে দিয়েছে, এতে শিশুসহ অনেক বাস্তুচ্যুত মানুষ নিহত ও আহত হয়েছে।
তথ্যসূত্র:
1. Dozens of bodies found in Jabalia camp in Gaza following occupation army’s withdrawal
– https://tinyurl.com/ynyj7nme