• রাফায় প্রায় কোনো স্বাস্থ্যসেবাই অবশিষ্ট নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সর্বশেষ আল-হেলাল আল-ইমারতি হাসপাতালও বন্ধ হয়ে গেছে।
• এখন গাজার ৩৬টি হাসপাতালের মধ্যে মাত্র ১৪টি হাসপাতাল আংশিকভাবে কার্যক্রম চালাতে পারছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
• দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে জায়োনিস্ট ইসরায়েল।
• হাজার হাজার ইসরায়েলি হামাসের সাথে চুক্তি করে বন্দীদের মুক্ত করতে নেতানিয়াহুর প্রতি দাবি জানিয়ে রাস্তায় নেমেছে। তবে উগ্র ডানপন্থী মন্ত্রীরা এই ধরনের চুক্তিতে সম্মত হলে নেতানিয়াহুর সরকারকে পতনের মুখে ঠেলে দেবে বলে হুমকি দিয়ে রেখেছে।
• বেথেলহামের আল-ওয়ালাজা গ্রামে এক ফিলিস্তিনির বাড়ি ধ্বংস করেছে জায়োনিস্ট দখলদাররা।
• রাফা ক্রসিং বন্ধ হওয়ার কারণে সেখানে কোনো সাহায্য, জ্বালানি বা ওষুধ সামগ্রীও প্রেরণ করা যাচ্ছে না।
• গাজায় জায়োনিস্ট হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৬,৩৭৯ জন ফিলিস্তিনি।
• কিসসুফিমে জায়োনিস্ট অবস্থানে আকসা-১০৭ রকেট হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড।
• তুলকারেমে শেওইকা শহরতলীতে জায়োনিস্ট বাহিনীর উপর প্রভাবশালী বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত করেছেন আল-আকসা শহীদি ব্রিগেডের যোদ্ধারা।
• শেওইকা শহরে আগ্রাসন চালানো জায়োনিস্ট গাড়ির বহরকে মোকাবেলা করেছেন আল-কুদুস ব্রিগেডের ইঞ্জিনিয়ারিং ইউনিট।
• কাফর ডানে আগ্রাসী জায়োনিস্ট বাহিনীর উপর তীব্র গুলিবর্ষণ ও গোলা বিস্ফোরণ ঘটিয়েছেন আল-কুদুস ব্রিগেড।
• কাফর ডান এবং বালাতা ক্যাম্পে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে আল-আকসা শহীদি ব্রিগেডও তীব্র গুলিবর্ষণ করেছেন।
• আল-আকসা শহীদি ব্রিগেডের যোদ্ধারা উত্তর গাজায় এক জায়োনিস্ট সৈন্যকে স্নাইপিং করেছেন এবং আরও সৈন্যকে সরাসরি আঘাত করেছেন।
• রাফার পূর্বে উম্মে রায়েদে েএক জায়োনিস্ট গাড়িতে বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা করে গাড়িটে উড়িয়ে দিয়েছেন আল-কুদুস ব্রিগেড।
• রাফার পূর্বে জর্জ জংশনের কাছে ৬ সদস্যের একটি জায়োনিস্ট ইঞ্জিনিয়ারিং ইউনিটের উপর রাআদিয়া অ্যান্টি পার্সনেল বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত করেছেন আল-কাসসাম যোদ্ধারা। এতে জায়োনিস্ট সৈন্যরা নিহত ও আহত হয়েছে।
• রাফার পশ্চিমে তাল আল-সুলতান পাড়ায় আল জুরুব এলাকায় জায়োনিস্ট অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।
• রাফার আল-সিনবাদ হলের প্রাঙ্গণে জায়োনিস্ট ডি৯ বুলডোজারে বিস্ফোরক ডিভাইস দিয়ে টার্গেট করেছেন মুজাহিদিন ব্রিগেড।