বিদেশি আগ্রাসন থেকে স্বাধীনতা অর্জন ও ইসলামি শাসন কায়েমের পর থেকেই, জনসাধারণের সেবা নিশ্চিতে বিভিন্ন প্রকল্পে কাজ করে যাচ্ছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। স্বাস্থ্য খাতে উন্নয়নের ধারাবাহিকতায় এবার কার্ডিয়াক সার্জারি বিভাগ প্রতিষ্ঠা করেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ৩১ মে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ‘শহীদ সরদার মুহাম্মদ দাউদ খান হাসপাতালে’ ৪০০ শয্যা বিশিষ্ট একটি কার্ডিয়াক সার্জারি বিভাগ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। আফগানিস্তানে এই সেবা প্রথমবারের মতো চালু করা হয়েছে।
প্রতিষ্ঠিত বিভাগটিতে হার্টের রোগীদের (হৃদযন্ত্রের সমস্যাযুক্ত রোগী) চিকিৎসা প্রদান করা হবে। ইতোমধ্যে হাসপাতালটির ডাক্তারগণ বেশ কিছু জটিল রোগীকে সফল চিকিৎসা প্রদান করেছেন।
কার্ডিয়াক সার্জারি বিভাগের পাশাপাশি এই হাসপাতালে সম্প্রতি হিউম্যান প্রস্থেসিস (কৃত্রিম অঙ্গ) প্রতিস্থাপন সেন্টার উদ্বোধন করা হয়েছে। এই বিশেষায়িত কেন্দ্রটিতে এখন হাত ও পায়ের জন্য কৃত্রিম অঙ্গ স্থাপনসহ বিভিন্ন সেবা প্রদান করবে।
তথ্যসূত্র:
1. Cardiac surgery department established at Sardar Mohammad Dawood Khan Hospital
– https://tinyurl.com/mr26wpr9