• মর্গগুলো লাশে পরিপূর্ণ হয়ে গেছে। হতাহতদেরকে হাসপাতালগুলোতে ঠাঁই দেওয়া কঠিন হয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় মধ্য গাজার দেইর আল-বালাহতে জায়োনিস্ট ইসরায়েলি হামলায় অন্তত ৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
• মধ্য গাজার দেইর আল-বালাহতে বুরেইজ শরণার্থী শিবিরে দিয়ে অগ্রসর হওয়ার ঘোষণা দিয়েছে জায়োনিস্ট সন্ত্রাসী বাহিনী। ইতোমধ্যেই সেখানে বিমান হামলা চালিয়েছে জায়োনিস্টরা।
• লেবাননের বেইরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা চালিয়েছেন একজন বন্দুকধারী।
• ইরাকের বাগদাদে প্যালাস্টাইন স্ট্রিটে কিছু আমেরিকান রেস্টুরেন্টের উপর হামলা চালিয়েছেন ইরাকের যুবকরা। জায়োনিস্ট ইসরায়েলকে সমর্থনের জন্য এই হামলা চালানো হয়েছে। গত সপ্তাহে একই রাস্তায় একটি ব্রিটিশ-আমেরিকান ভবনে একটি বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা চালানো হয়েছিল।
• হামাস জানিয়েছে, ইসরায়েল যতদিন না স্থায়ী যুদ্ধবিরতিতে স্পষ্টভাবে সম্মত হবে এবং গাজা থেকে পরিপূর্ণভাবে সেনা প্রত্যাহার করবে, ততদিন কোনো যুদ্ধবিরতি চুক্তি মেনে নেবে না হামাস।
• গাজার আল-মাওয়াসিতে প্রতি ৪১৩০ জন ফিলিস্তিনির জন্য মাত্র ১টি করে টয়লেট আছে বলে জানিয়েছে সাহায্য সংস্থা অক্সফাম।
• অন্তত ৮০০ জায়োনিস্ট দখলদার ইসরায়েলি পুলিশি নিরাপত্তায় পবিত্র আল-আকসা মসজিদে প্রবেশ করে মসজিদ প্রাঙ্গণ অপবিত্র করেছে।
• গাজায় জায়োনিস্ট ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৬,৫৮৬ জন ফিলিস্তিনি।
• আল-শুজাইয়ার পূর্বে আল-শাফ এলাকায় অগ্রসর হওয়ার চেষ্টার সময় একদল জায়োনিস্ট সৈন্যের উপর মিসাইল হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড।
• দখলীকৃত ফিলিস্তিনের উত্তরপশ্চিমাঞ্চলে শালুমিতে দক্ষিণ লেবানন থেকে একটি অ্যান্টি ট্যাংক মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে জায়োনিস্ট সূত্রগুলো।
• রাফার দক্ষিণপশ্চিমে তাল জুরুবের উপকণ্ঠে জায়োনিস্ট অবস্থানে গাইডেড মিসাইল হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড।
• নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর কমান্ড ও কন্ট্রোল হেডকোয়ার্টারে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড।
• কালকিলিয়াতে একদল জায়োনিস্ট পদাতিক বাহিনীর উপর স্থানীয়ভাবে তৈরি বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেডের যোদ্ধারা।
• রাফায় একটি জায়োনিস্ট হেলিকপ্টারকে লক্ষ্য করে সার্ফেস টু এয়ার মিসাইল-৭ হামলা চালিয়েছেন মুজাহিদিন ব্রিগেড। এতে জায়োনিস্ট হেলিকপ্টারটি ঐ এলাকা ত্যাগ করতে বাধ্য হয়েছে।
• নেতজারিমে জায়োনিস্ট অবস্থানে যৌথ মর্টারশেল হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড এবং উমার আল-কাসিম বাহিনী।
• গাজা শহরের আল-সাবরা পাড়ার দক্ষিণে ইউনিভার্সিটি কলেজ এলাকায় জায়োনিস্ট বাহিনীর ১৫ সদস্যের একটি দলকে প্রলুব্ধ করে অ্যাম্বুশের ফাঁদে ফেলেছেন আল-কাসসাম মুজাহিদিন। একটি বাড়ির দিকে প্রলুব্ধ করে জায়োনিস্ট সৈন্যদের উপর অ্যান্টি পার্সনেল বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা চালিয়েছেন। এরপর সেই বাড়িতে জায়োনিস্ট বাহিনী প্রবেশ করলে তাদের উপর টিবিজি এবং বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণ করেন মুজাহিদগণ। এতে জায়োনিস্ট সৈন্যরা নিহত ও আহত হয়েছে। এরপর সেখানে একদল উদ্ধারকারী জায়োনিস্ট বাহিনী এলে তাদের একটি মারকাভা ট্যাংকে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালিয়েছেন মুজাহিদগণ।
• রাফার পশ্চিমে তাল আল-সুলতান পাড়ার আবুল সায়েদ এলাকায় একটি জায়োনিস্ট সৈন্যবাহী গাড়িতে আরবিজি-৮৫ দিয়ে হামলা চালিয়েছেন উমার আল-কাসিম বাহিনী।
• রাফার ইয়াবনা ক্যাম্পে একটি মারকাভা ট্যাংকে আরপিজি গোলা দয়ে হামলা করেছেন আল-আকসা শহীদি ব্রিগেড। এতে জায়োনিস্ট সৈন্যরা হতাহত হয়েছে।
• গাজা শহরের আল-সাবরা পাড়ার ইউনিভার্সিটি কলেজের উপকণ্ঠে জায়োনিস্ট বাহিনীর একটি ডি৯ বুলডোজারে আরপিজি গোলা দিয়ে হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেডের যোদ্ধারা।