বেনিনে আল-কায়েদার অতর্কিত অভিযানে অন্তত ৭ সৈন্য নিহত

0
295

পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে সেনা টহল দলের উপর আল-কায়েদার এক হামলার ঘটনায় অন্তত ৭ সেনা সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রমতে, গত ৪ জুন মঙ্গলবার দুপুর ১১টায়, বেনিনের উত্তর সীমান্ত অঞ্চল টাঙ্গুয়েটাতে মোটরসাইকেলে টহলরত একটি সেনা ইউনিটকে অতর্কিত হামলার লক্ষ্যবস্তু বানান মুজাহিদগণ। হামলাটি সাম্প্রতিক সময়ে বেনিনে মুজাহিদদের পরিচালিত সফল অভিযানগুলোর মধ্যে একটি ছিলো। মুজাহিদদের এই অভিযানে কয়েক ডজন বেনিনিজ সৈন্য হতাহত হয়। এসময় মুজাহিদগণ হতাহত সেনা সদস্যদের অস্ত্র, মোটরসাইকেল ও অন্যান্য সরঞ্জাম গনিমত হিসাবে নিয়ে যান।

এদিকে হামলার পর, হতাহতের সঠিক সংখ্যা গোপন করতে বেনিনিজ সেনাবাহিনী দবি করে যে, মুজাহিদদের উক্ত হামলায় ৭ সেনা সদস্য নিহত হয়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৫ জুন, ২০২৪
পরবর্তী নিবন্ধআশারায়ে যিলহজ্ব: যে দশকের আমল আল্লাহর কাছে অধিক প্রিয়।