কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলা এলাকায় ৯ জুন সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আনোয়ার হোসেন নামে একজন বাংলাদেশি নিহত হয়েছেন।
স্থানীয় ইউপি মেম্বার আবুল কাশেম জানান, সকাল ৮টায় জামতলা সীমান্তে ৬৬ নং পিলার এলাকায় বাকশীমূল ইউনিয়নের মীরপুর গ্রামের মৃত চারু মিয়ার ছেলে মো: আনোয়ার হোসেনকে (৫০) হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রোববার (৯ জুন) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে ভারতের নগর এলাকা কলসীমোড়া বিএসএফ ক্যাম্প দিয়ে বাংলাদেশির মরদেহ বাংলাদেশে হস্তান্তর করা হয়।
পরে বিজিবি আনোয়ারের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করলে তার নিজ বাড়ি মিরপুর গ্রামে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
তথ্যসূত্র:
১. সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত