ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১০ জুন, ২০২৪

0
126

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ প্রথমবারের মতো একটি তাৎক্ষণিক যুদ্ধবিরতি প্রস্তাবের অনুমোদন করেছে। কিন্তু এটি বাস্তবায়ন নিয়ে বহু প্রশ্ন থেকেই যাচ্ছে।

দেইর আল-বালাহতে একটি বাড়িতে হামলা চালিয়ে তিনজন ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়োনিস্ট বাহিনী।

গাজায় জায়োনিস্ট হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৭,১২৪ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অন্তত ৮৪,৭১২ জন।

রাফার শাবুরা ক্যাম্পের একটি বাড়িতে অবস্থান নেওয়া জায়োনিস্ট বাহিনীর উপর একটি ববি-ট্র্যাপড হাউস বিস্ফোরণ ঘটিয়েছেন আল-কাসসাম ব্রিগেড। এতে শত্রু সৈন্যরা নিহত ও আহত হয়েছে। এসময় সেখানে আরেকদল উদ্ধারকারী জায়োনিস্ট বাহিনী এলে তাদের উপর মর্টারশেল হামলা চালিয়ে তাদেরকে ধ্বংস করেছেন মুজাহিদগণ। এই হামলায় অন্তত ৭ জায়োনিস্ট সৈন্য নিহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় কিছু সূত্র।

রাফার আল-আওদা মসজিদের কাছে ইয়াসিন ১০৫ দিয়ে একটি ডি৯ বুলডোজারে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

তুলকারেমে আগ্রাসী জায়োনিস্ট বাহিনীর উপর সরাসরি গুলিবর্ষণ করেছেন প্রতিরোধ যোদ্ধারা।

আল-ফারাআ ক্যাম্পে শত্রু বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রেখেছেন আল-আকসা শহীদি ব্রিগেডের যোদ্ধারা।

গাজা শহরের পশ্চিমে তাল আল-হাওয়ার দক্ষিণে নেতজারিম করিডোরে সাপ্লাই লাইনে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-আসিফাহ বাহিনী।

রাফার পূর্বে আল-আওদার কাছে অনুপ্রবেশকারী জায়োনিস্ট এক সৈন্যকে স্নাইপিং করেছেন আল-আকসা শহীদি ব্রিগেড।

রাফার আল-শওকা এলাকার পূর্বে এক জায়োনিস্ট সৈন্যকে স্নাইপিং করেছেন আল-কুদুস ব্রিগেড।

গাজা শহরের দক্ষিণে নেতজারিম করিডোরে সাপ্লাই লাইনে জায়োনিস্ট বাহিনীর উপর হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধযাদের উপর হজ্ব ফরজ
পরবর্তী নিবন্ধমসজিদের সামনে বিজেপি সমর্থকদের “জয় শ্রীরাম”, “জয় মোদি” শ্লোগান