মসজিদের সামনে বিজেপি সমর্থকদের “জয় শ্রীরাম”, “জয় মোদি” শ্লোগান

0
185

কর্ণাটকে দক্ষিণ কন্যদা জেলায় বিজেপি সমর্থিত প্রাথী জয় লাভ করার পর তার সমর্থকরা কারোপদি নামক স্থানীয় একটি মসজিদের সামনে “জয় শ্রীরাম” ও “জয় মোদি” শ্লোগান দেয়। ০৪ জুন ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর পরই এই ঘটনা ঘটে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় , ওই মসজিদের মুসল্লিরা স্থানীয় সময়ে নামাজ আদায় করছিলেন। ঠিক ওই সময় নামাজরত মুসল্লিদের লক্ষ্য করে শ্লোগান দিয়ে পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করে কট্টর হিন্দুত্ববাদীরা‌।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। মসজিদের সামনে এই আগ্ৰাসী আচরণের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্ৰহণ করেনি স্থানীয় পুলিশ। এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন নেটিজেনরা।

ভারতে মুসলমানদের বিরুদ্ধে আগ্ৰাসী আচরণ নতুন ঘটনা নয় । এর আগেও মুসলিমদের লক্ষ্য করে একাধিক উগ্ৰ আচরণের নজির রয়েছে‌।


তথ্যসূত্র:
1. INDIABJP Victory Celebration: “Jai Sri Ram” And “Jai Modi” Chants Outside Mosque In Karnataka’s Dakshina Kannada District
https://tinyurl.com/mv43a9w5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১০ জুন, ২০২৪
পরবর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১১ জুন, ২০২৪