রাফায় ৪ সন্ত্রাসী ইসরায়েলি সেনা নিহত

0
144

ফিলিস্তিনের গাজায় আরও চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ১১ জুন, মঙ্গলবার তাদের পরিচয় প্রকাশ করে ইসরায়েল। ১০ জুন, সোমবারের এক ঘটনায় তারা নিহত হয়েছে। হতাহতের ঘটনা প্রতিরোধ যোদ্ধাদের ফাঁদে পরে হয়ে থাকতে পারে বলে আশংকা করছে ইসরায়েলি দখলদার বাহিনী।

নিহতরা হল- মেজর তাল পশেবিলস্কি শাওলভ (২৪), স্টাফ সার্জেন্ট এতিন কার্লসব্রান (২০), সার্জেন্ট আলমোগ শালম (১৯) ও সার্জেন্ট ইয়ার লেভিন (১৯)। শালম ও লেভিন প্রশিক্ষণার্থী ছিলেন। শাওলভ তাদের কোম্পানি কমান্ডার ছিলেন।

ইসরায়েলি দখলদার বাহিনী জানায়, দক্ষিণ গাজার রাফা শহরে একটি ভবনে অভিযানে যায় সেনারা। তারা ভবনটি পর্যবেক্ষণে রাখে। সেখান থেকে হামলার আশঙ্কা ছিল। তাই সরাসরি প্রবেশ না করে বোমা ছোড়া হয়।

কিন্তু তাতে কোনো প্রতিক্রিয়া না পেয়ে প্রবেশ করে দখলদার সেনারা। তিন তলা ভবনটিতে প্রবেশের কিছুক্ষণের মধ্যে ভয়াবহ বিস্ফোরণ হয়। ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়ে কয়েকজন সেনা।

আইডিএফ আরও জানায়, নিহত চার সেনা ছাড়াও আরও সাতজন আহত হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।


তথ্যসূত্র:
1. IDF announces names of 4 soldiers killed in booby-trapped Rafah building
https://tinyurl.com/3d4b7ywy

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে বেড়েছে
পরবর্তী নিবন্ধহজ্ব:তাৎপর্য ও ফজিলত