৩৫ বছর বয়সী এক যুবককে চুরির মিথ্যা অভিযোগ তুলে কুপিয়ে হত্যা করে স্থানীয় হিন্দুত্ববাদীরা । গত ১৯ জুন বুধবার রাতে ভারতের উত্তর প্রদেশের আলিগড়ের একটি এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা যায় ,মৃত মুহাম্মাদ ফরিদ আওরঙ্গজেব নামক ওই যুবক মুকেশ মিতল নামক স্থানীয় এক হিন্দুর বাড়ী থেকে বের হবার সময় হামলার শিকার হন। মিতল এর ছেলে রোহিত, ফরিদকে তার বাড়ীর গেইট থেকে বের হতে দেখে- তার পরিবার ও স্থানীয়রা সহ তার উপর লাঠি নিয়ে হামলা চালায়। মৃত ফরিদের চেহারায় লাথি ও ঘুষির চিহ্ন পাওয়া গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও তে কয়েকজন যুবক ফরিদকে নির্দয়ভাবে পিটাচ্ছে এমন দেখা যায়। পরবর্তীতে, কয়েকজন পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার গভীরভাবে পর্যবেক্ষণ করার পর তাকে মৃত ঘোষণা করে।
https://x.com/HindutvaWatchIn/status/1803498540414521652
ফরিদ আওরঙ্গজেব এর ভাই মেহাম্মাদ জাকি জানান, শুধু মুসলিম পরিচয়ের কারণে তার ভাইকে হত্যা করা হয়। তিনি আরো জানান, তার ভাই স্থানীয় একটি এলাকা দিয়ে বাড়ী ফেরার পথে ১০-১২ হিন্দু যুবক তাকে ঘিরে ধরে। তার মুসলিম পরিচয় নিশ্চিত হবার পর তাকে লাঠি ও হকিস্টিক দিয়ে বেদম মারধর করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তার ভাইকে মৃত ঘোষণা করে।
এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ ০৪ জনকে গ্রেপ্তার করেছে।
তথ্যসূত্রঃ
1.Aligarh man lynched over suspicion of theft, 6 arrested. Brother says ‘killed because he was Muslim’
-https://tinyurl.com/yc5ejutd
2.UP Muslim man mistaken as thief lynched to death; 4 arrested
-https://tinyurl.com/mr25estn