পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় আহত এক ফিলিস্তিনিকে সামরিক যানের সামনে বেঁধে নির্যাতন করা হয়েছে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর হানাদার বাহিনীর নৃশংসতার চিত্র সামনে এসেছে। এ ঘটনায় ইসরায়েলি বাহিনী পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে যে, তাদের বাহিনী প্রটোকল লঙ্ঘন করেছে।
২৩ জুন, রবিবার পশ্চিম তীরের জেনিন শহরে এক অভিযানের সময় ওই ফিলিস্তিনি ব্যক্তি আহত হন এবং তাকে গাড়ির সামনে বেঁধে রাখার মাধ্যমে তাদের বাহিনী আচরণবিধি লঙ্ঘন করেছে। বর্বর এই ঘটনার ভিডিও ধারণ এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ইসরায়েলি বাহিনী ঘটনাটি স্বীকার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তিটির নাম মুজাহিদ আজমি। তিনি স্থানীয় বাসিন্দা। আহত ওই ফিলিস্তিনি ব্যক্তির পরিবার বলেছে, আহত ব্যক্তির জন্য তারা অ্যাম্বুলেন্স চাইলেও সেনাবাহিনী তাকে ধরে নিয়ে যায় এবং তাদের জিপের বনেটের সাথে বেঁধে গাড়ি চালানো শুরু করে।
মূলত,গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরেও সহিংসতা বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘ বলছে, পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে সংঘাত-সম্পর্কিত ঘটনায় অন্তত ৪৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
তথ্যসূত্র:
1.IDF investigates soldiers who tied Palestinian man to vehicle’s bonnet
– https://tinyurl.com/4pf5hntb