ইমারতে ইসলামিয়া সরকারের অন্যতম অগ্রাধিকারপূর্ণ বিষয় হল দেশীয় পণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা। এই উদ্দেশ্যে নতুন নতুন শিল্পকারখানা স্থাপন ও এগুলোর প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সরবরাহে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই সরকার। চলতি ১৪০৩ সৌর হিজরি সালে প্রথম ৩মাসে সারাদেশে ১২১টি শিল্পকারখানা প্রতিষ্ঠা করেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন। পাশাপাশি কারখানাগুলোতে ব্যবহারের জন্য ২১৭টি যন্ত্র আমদানি করা হয়েছে। ইমারতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আখুন্দযাদা আব্দুস সালাম যাওয়াদ হাফিযাহুল্লাহ তথ্যসমূহ জানান।
বিগত বছরে(১৪০২ সাল) ৬১৪টি কারখানা প্রতিষ্ঠা করেছিল তালেবান প্রশাসন। এছাড়া ১০৯৮টি কারখানা যন্ত্র বিদেশ থেকে আমদানি করা হয়েছিল। এই পরিসংখ্যানগুলোর মাধ্যমে দেশটির বিনিয়োগ ও উৎপাদন খাতে উন্নয়নের চিত্র প্রতীয়মান হয়।
শিল্প ও খনিজ সম্পদ সংক্রান্ত কার্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশে বিদ্যমান ১৮টি শিল্প নগরীতে ৫হাজারের অধিক কলকারখানা চালু রয়েছে। কারখানাসমূহে উৎপাদিত বেশ কয়েকটি পণ্যে আফগানিস্তান ইতোমধ্যে স্বয়ংসম্পূর্ণতা ও আধা-স্বয়ংসম্পূর্ণতা লাভ করেছে।
উল্লেখ্য যে, শিল্প ও বিনিয়োগে নাগরিকদের উৎসাহিত করতে এবং দেশীয় পণ্যের বাজারজাতকরণে নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে ইমারতে ইসলামিয়া সরকার। এর মধ্যে অন্যতম হল ব্যবসায় নিরাপত্তা নিশ্চিত করা, ব্যবসায়ীদের বাৎসরিক করের হার হ্রাস করা, ব্যবসায়ীদের জন্য তহবিল গঠন, দেশীয় পণ্যের প্রদর্শনীর আয়োজন, দেশে সহজলভ্য এমন সব আমদানিকৃত পণ্যের উপর শুল্ক বৃদ্ধি করা, কারখানাগুলোকে সচল রাখতে বিদ্যুৎ ঘাটতি কমিয়ে আনা ইত্যাদি।
তথ্যসূত্র:
1. Afghan Industry Grows with 121 New Factories in 1403
– https://tinyurl.com/2ck7728c