গাজায় নিখোঁজ ২০ হাজারেরও বেশি শিশু

0
174

ইসরায়েল আট মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় আক্রমণ চালিয়ে আসছে, এতে ৩৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ২০ হাজারেরও বেশি শিশু নিখোঁজ রয়েছে।

আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন ২৪ জুন, সোমবার এই তথ্য প্রকাশ করেছে। সংস্থাটি জানায়, গাজায় ইসরায়েলের হামলার ফলে ২০ হাজারেরও বেশি শিশু নিখোঁজ হয়েছে। অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে, কেউ কেউ আটক হয়েছে, আবার অনেকের মরদেহ গনকবরে সমাহিত করা হয়েছে। অন্তত ১৭ হাজার শিশু তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন।
সেভ দ্য চিলড্রেন জানায়, হামলার কারণে গাজায় তথ্য সংগ্রহ ও যাচাই করা কঠিন হয়ে পড়েছে। আনুমানিক ৪ হাজার শিশু ধ্বংসস্তূপের নিচে রয়েছে।

সংস্থাটি জানায়, কিছু শিশুকে জোরপূর্বক গুম করা হয়েছে এবং গাজা থেকে স্থানান্তরিত করা হয়েছে। তাদের পরিবারের কাছে তাদের অবস্থান অজানা।

মিডল ইস্টের সেভ দ্য চিলড্রেনস-এর রিজিওনাল ডিরেক্টর জেরেমি স্টোনার বলেন, পরিবারগুলো তাদের প্রিয়জনের অবস্থান নিয়ে উদ্বিগ্ন। ধ্বংসস্তূপ বা গণকবর খুঁড়ে সন্তানের মরদেহ খুঁজে বের করা কোনো অভিভাবকের কাজ হতে পারে না। যুদ্ধক্ষেত্রে কোনো শিশুর একা থাকা উচিত নয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রনালয়ের মতে, ৭ অক্টোবর থেকে ১৪,০০০-এরও বেশি শিশুকে হত্যা করা হয়েছে। নিহতদের প্রায় অর্ধেককে এখনও পুরোপুরি শনাক্ত করা যায়নি। জাতিসংঘের বিশেষজ্ঞদের মতে, সম্প্রতি গণকবরে পাওয়া শিশুদের মধ্যে এমন শিশুরাও রয়েছে, যাদের অনেকের ওপর নির্যাতন এবং জীবিত কবর দেওয়ার চিহ্ন রয়েছে।


তথ্যসূত্র:
1. Over 20,000 children missing in Gaza: NGO
– https://tinyurl.com/bxy9ufw9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ৭.৫ মিলিয়ন ডলারের হস্তনির্মিত কার্পেট রপ্তানি করেছে ইমারতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২৪ জুন, ২০২৪