ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখন্ডে ইসরায়েলি বর্বর হামলায় ২৫ জুন, মঙ্গলবার ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১৩৯ জন আহত হয়েছেন। এতে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে ৩৭ হাজার ৬৫০। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৮৬ হাজারের বেশি ফিলিস্তিনী। মঙ্গলবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ওয়াফা।
এছাড়াও মঙ্গলবার গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ এক প্রেস বিবৃতিতে নিজেদের পরিষেবাগুলো চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম সরবরাহের তীব্র ঘাটতির বিষয়ে সতর্ক করেছে। বিবৃতিতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে দ্রুত হস্তক্ষেপ করতে এবং রোগী ও আহতদের জীবন বাঁচাতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের আহ্বান জানানো হয়েছে।
এদিকে, ভয়াবহ এই গণহত্যায় গাজায় প্রতিদিন ১০টি শিশু পঙ্গু হচ্ছে বলে জানিয়েছে ইউনিসেফ। মঙ্গলবার জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ’র প্রধান ফিলিপ লাজারনি জানান, গাজায় প্রতিদিন গড়ে ১০ শিশু তাদের একটি বা উভয় পা হারাচ্ছে। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের পরিসংখ্যানের বরাতে লাজারনি বলেছেন, এ সংখ্যাটি শুধু পা হারানোর। এর বাইরেও ‘বাহু এবং হাত হারানোর মতো এমন আরও অনেক ঘটনা রয়েছে।’
তিনি বলেন, গড়ে ‘প্রতিদিন দশটি শিশু, অর্থাৎ নৃশংস এই যুদ্ধের ২৬০ দিনেরও বেশি সময় পর প্রায় ২ হাজার শিশু পঙ্গু হয়েছে।’ অস্ত্রোপচারের মাধ্যমে এসব শিশুদের অঙ্গচ্ছেদ প্রায়ই ‘বেশ ভয়ানক পরিস্থিতিতে এবং কখনও কখনও অ্যানেস্থেসিয়া ছাড়াই’ করা হয়েছে।
সোমবার সেভ দ্য চিলড্রেন এ প্রকাশিত একটি প্রতিবেদনের উল্লেখ করে তিনি বলেন, গাজায় চলমান এই সহিংসতায় আনুমানিক ২১ হাজার শিশু নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে, এর মধ্যে অন্তত ১৭ হাজার শিশু সঙ্গীহীন, আরও প্রায় ৪ হাজার শিশু ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে নিখোঁজ এবং একটি অজানা সংখ্যক শিশুকে গণকবর দেওয়া হয়েছে।
তথ্যসূত্র:
1.Palestinian death toll in Gaza rises to 37,658: health authorities
– https://tinyurl.com/2fj96c6s
2.10 children lose one or two legs in Gaza every day, says UNRWA
– https://tinyurl.com/yd62fzpj