নাইজারে মুজাহিদদের অতর্কিত আক্রমণে অন্তত ৮০ সেনা নিহত

0
278

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে একটি সেনা ঘাঁটিতে অতর্কিত আক্রমণ চালিয়েছেন আল-কায়েদা সংশ্লিষ্ট (জেএনআইএম) মুজাহিদগণ। এতে দেশটির অন্তত ৮০ সেনা সদস্য নিহত এবং আরও অনেক সেনা সদস্য আহত ও বন্দী হয়েছে।

নাইজারের রাজধানী নিয়ামে থেকে ৮০ কিলোমিটারেরও কম দূরত্বের গুরত্বপূর্ণ অঞ্চল টিলাবেরি। বুরকিনা ফাসোর সীমান্তের কাছের এই রাজ্যটির গোথেইত শহরের একটি সামরিক ঘাঁটিতে গত ২৫ জুন আক্রমণ চালিয়েছেন একদল সশস্ত্র যোদ্ধা। ঐদিন সকাল ১০:২০ টায় সামরিক ঘাঁটিতে পরিচালিত অভিযানে অংশ নেন প্রতিরোধ বাহিনী জেএনআইএম এর প্রায় ২০০ মুজাহিদ। তাঁরা ভারী অস্ত্র শস্ত্র নিয়ে টানা ৪৫ মিনিট ধরে ঘাঁটিতে নাইজার সেনাবাহিনীর উপর আক্রমণ চালান।

স্থানীয় সূত্রমতে, মুজাহিদদের অতর্কিত আক্রমণের সময় ঘাঁটিতে ১৫০ সেনা সদস্য অবস্থান করছিল। কিন্তু হামলার পর ঘাঁটি থেকে মাত্র ১৯ সেনা সদস্যই জীবিত অবস্থায় কাছাকাছি অবস্থিত অন্য একটি সেনা ঘাঁটিতে আশ্রয় নিতে সক্ষম হয়েছে।

সূত্রমতে, মুজাহিদদের এই অভিযানে নাইজারের ৮০ এরও বেশি সৈন্য নিহত হয়েছে। আর ঘাঁটির অন্য ৭০ সেনা সদস্যদের অবস্থা অজানা। ধারণা করা হচ্ছে যে, নিখোঁজ এই সেনা সদস্যদের অনেকেই হয়তো মুজাহিদদের হামলায় আহত নয়তো তাদের হাতে বন্দী হয়েছে।

স্থানীয়রা জানান, মুজাহিদগণ অভিযান শেষে ঘাঁটি ছেড়ে যাওয়ার সময় সাঁজোয়া যান, প্রচুর সংখ্যক অস্ত্র এবং অসংখ্য সামরিক সরঞ্জাম গনিমত হিসাবে নিয়ে গেছেন। জেএনআইএম যোদ্ধারা ঘাঁটি ছেড়ে যাওয়ার একদিন পরও সেখানে ৪৭ সেনা সদস্যের মৃত দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে।

এদিকে নাইজার সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে যে, মুজাহিদের উক্ত অভিযানে ২১ সেনা নিহত এবং ৯ সেনা আহত হয়েছে। আর সেনা সদস্যদের হতাহতের এই ঘটনায় ৩দিনের জন্য জাতীয় শোক পালনের ঘোষণা দিয়েছে সরকার।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইথিওপিয়া ও কেনিয়ান বাহিনীর উপর শাবাবের আক্রমণে ১১ সেনা হতাহত
পরবর্তী নিবন্ধভিডিও || আল-কাসসাম কর্তৃক গাইডেড মিসাইল দিয়ে ইসরায়েলি যান ধ্বংস