গত বছরে উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র-গোলাবারুদ জব্দ করেছে ইমারতে ইসলামিয়ার ২০৩ মনসুরি কর্পস

0
366

সুষ্ঠুভাবে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করতে দেশের সেনাবাহিনীকে ৮টি সামরিক শাখায় বিন্যস্ত করেছে ইমারতে ইসলামিয়া সরকার। নির্দিষ্ট অঞ্চলভিত্তিক কার্যসীমার ভিত্তিতে সামরিক শাখাগুলোর দায়িত্ব বণ্টন করা হয়েছে। এর মধ্যে অন্যতম একটি সামরিক শাখা হল ২০৩ মানসুরি কর্পস। পাকতিকা প্রদেশের কার্দিজ জেলায় এটির সদর দপ্তর অবস্থিত।

উক্ত সামরিক শাখার কর্মকর্তাগণ নিজ আওতাধীন এলাকায় গোয়েন্দা তৎপরতার মাধ্যমে একাধিক সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করেছেন। পরিচালিত অভিযানসমূহের মাধ্যমে গত বছরে তারা উল্লেখযোগ্য সংখ্যক হালকা ও ভারী অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও যুদ্ধ সরঞ্জামাদি জব্দ করতে সক্ষম হয়েছেন।

জব্দকৃত অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে ৯৭টি কালাশনিকভ রাইফেল, ২১টি আরপিজি, ৯টি পিকে মেশিনগান, ৭টি জেকভিক, ৪টি হাত-বন্দুক, ৩টি মর্টার, ২টি ৮২ এমএম কামান, ১০টি এম৪ রাইফেল, ৭টি এম১৬ রাইফেল ও ১২টি অন্যান্য আগ্নেয়াস্ত্র। এছাড়া বিপুল পরিমাণ গোলাবারুদ, যুদ্ধ সরঞ্জামাদি ও ৩৩টি বিভিন্ন প্রকারের দূরবীনও জব্দ করেছেন গোয়েন্দা কর্মকর্তাগণ।

সফল অভিযান পরিচালনার মাধ্যমে ২০৩ মানসুরি কর্পসের সদস্যগণ অত্যন্ত কর্মোদ্যমতা ও দক্ষতার পরিচয় দেখিয়েছেন। আওতাধীন অঞ্চলে সন্ত্রাসবাদ ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধে সামরিক শাখাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।


তথ্যসূত্র:
1. Mansouri Corps Seized Scores of Weapons Last year
– https://tinyurl.com/2sy9zkv9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধলালমনিরহাট সীমান্তে এক বাংলাদেশিকে হত্যা করলো ভারতীয় বাহিনী
পরবর্তী নিবন্ধবরগুনায় ৩ মাসেই ভেঙ্গেছে ৭ কোটি টাকার রাস্তা