ভিডিও || আল-কাসসাম কর্তৃক গাইডেড মিসাইল দিয়ে ইসরায়েলি যান ধ্বংস

0
597

ফিলিস্তিন ভিত্তিক সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী আল-কাসসাম ব্রিগেড গত ২৪ জুন সোমবার সাড়ে তিন মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটি দক্ষিণ গাজার রাফা শহরের মিসর সীমান্ত থেকে ধারণ করা হয়েছে। এতে দেখা যায় মুজাহিদগণ রাফায় মিসর সীমান্তে জায়োনিস্ট বাহিনীর কর্মিবাহী একটি ভারী সাঁজোয়া যানকে নিজেদের টার্গেটে পরিণত করছেন। এসময় টার্গেটকৃত যানটি মুজাহিদদের একটি গাইডেড অ্যান্টি-ট্যাংক মিসাইলের আঘাতে ধ্বংস হয়ে যায়।

মুজাহিদদের এই হামলার ফলে যানটিতে থাকা সমস্ত জায়োনিস্ট সৈন্য সহ এর কাছে অবস্থান নেওয়া অন্য ৪ জায়োনিস্ট সৈন্য নিহত হয়। অন্য সৈন্যরা ঘটনাস্থল থেকে দৌড়ে সরে পড়ে। পরে উদ্ধারকারী দল নিহত জায়োনিস্ট সেনা ও যানটিকে উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছায়, তখন আল-কাসসাম যোদ্ধারা উদ্ধারকারী জায়োনিস্ট দলটিকে টার্গেট করে রকেট নিক্ষেপ করেন।

হামলা ভিডিও দেখুন:

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনাইজারে মুজাহিদদের অতর্কিত আক্রমণে অন্তত ৮০ সেনা নিহত
পরবর্তী নিবন্ধলালমনিরহাট সীমান্তে এক বাংলাদেশিকে হত্যা করলো ভারতীয় বাহিনী