বরগুনায় ৩ মাসেই ভেঙ্গেছে ৭ কোটি টাকার রাস্তা

0
88

বরগুনার পাথরঘাটায় হস্তান্তরের আগেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে একটি সড়ক। সামান্য বৃষ্টিতেই ইতোমধ্যে ওই সড়কের দুই পাশের পিচঢালাই ভাঙতে শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। শুরু থেকে তারা প্রতিবাদ করেছেন। কিন্তু কাজ হয়নি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, চার কিলোমিটারের সড়কটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৭ কোটি টাকা। ঠিকাদারকে রাস্তা ঠিক করে দিতে হবে। না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সরেজমিনে দেখে জাতীয় দৈনিক আজকের পত্রিকা জানিয়েছে, পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে হরিণঘাটা ইকোপার্কের আগে জাফরের দোকান নামক স্থান পর্যন্ত ৪ কিলোমিটার সড়কের কাজ শেষ হয়েছে তিন মাস আগে। এর মধ্যে বিভিন্ন স্থান থেকে রাস্তার পিচঢালাই উঠে ইট-সুরকি সরে গিয়ে রাস্তা ভেঙে গেছে। এতে করে ওই এলাকায় যানবাহন চলাচল করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে আজকের পত্রিকা জানায়, সড়ক প্রশস্তকরণ ও মজবুতকরণের জন্য ২০২২-২৩ অর্থবছরে দরপত্র আহ্বান করা হয়। এতে ব্যয় ধরা হয় ৬ কোটি ৭২ লাখ ৬৯ হাজার ৫২৫ টাকা। কাজটি ই-টেন্ডারের মাধ্যমে পটুয়াখালীর আবুল কালাম আজাদ নামের এক ঠিকাদার পায়। সাব-কন্ট্রাক্টে কাজের দায়িত্ব দেওয়া হয় বরগুনার দুই ঠিকাদার শাহিন ও শহিদুল ইসলাম মৃধাকে।

এই সড়কের কাজের শুরু থেকেই নানা অনিয়মের অভিযোগ তুলেছিলেন স্থানীয়রা। তবে এলাকার কিছু প্রভাবশালীর চাপে তারা কিছু করতে পারেননি। এই অনিয়মের কারণে এখন ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে জনসাধারণকে।


তথ্যসূত্র:
১. হস্তান্তরের আগেই ‘জলে’ ৭ কোটি টাকার সড়ক – https://tinyurl.com/3hwjnc4v

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগত বছরে উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র-গোলাবারুদ জব্দ করেছে ইমারতে ইসলামিয়ার ২০৩ মনসুরি কর্পস
পরবর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২৭ জুন, ২০২৪