বিশ্ব মাদকবিরোধী দিবসে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের বার্তা

0
240

বিগত ২৬জুন সারাবিশ্বে একযোগে পালিত হল বিশ্ব মাদকবিরোধী দিবস। এই উপলক্ষে ইমারতে ইসলামিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আব্দুল মতিন কানি হাফিযাহুল্লাহ একটি বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতির প্রথম দিকে তিনি মানব সমাজে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন। এটি নির্মূলে ব্যক্তি, পরিবার, জাতীয় ও আন্তর্জাতিক সকল পর্যায় থেকে সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তিনি তুলে ধরেন।

তিনি বলেন, পশ্চিমা মদদপুষ্ট বিগত পুতুল প্রশাসনের আমলে আফগানিস্তানে মাদকদ্রব্য উৎপাদন ও মাদকাসক্ত অত্যন্ত ব্যাপক আকার ধারণ করেছিল। তা সত্ত্বেও তৎকালীন শাসক ও কর্মকর্তাবৃন্দ এটি নির্মূলে যথাযথ গুরুত্বারোপ করেন নি।

পক্ষান্তরে ক্ষমতায় আসার পর ইমারতে ইসলামিয়া সরকারের সর্বোচ্চ আমির শাইখুল হাদিস হিবাতুল্লাহ আখুন্দযাদা হাফিযাহুল্লাহ মাদকের বিরুদ্ধে একটি ফরমান জারি করেন। উক্ত ফরমানের ভিত্তিতে ইমারতে ইসলামিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ গুরুত্ব সহকারে মাদকবিরোধী এই লড়াইয়ে মাঠে নেমে পড়ে। মাদকমুক্ত দেশ গড়তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই যাবত পর্যন্ত অর্জনসমূহ তিনি সংক্ষিপ্তভাবে তুলে ধরেন।

ইমারতে ইসলামিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে দেশটির পুলিশ বাহিনী এই পর্যন্ত ৪৭,৮৭৯টি মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে। এই অভিযানসমূহে ১৭,২৪০ জন মাদকাসক্ত ব্যক্তিকে তারা গ্রেপ্তার করেছেন। এছাড়া উক্ত বাহিনী ১১৯ টন মাদকদ্রব্য ও ৫,৩৯০ টন মাদক সংশ্লিষ্ট রাসায়নিক পদার্থ জব্দ করেছে।

এই সরকার ১,৩১৫টি মাদক উৎপাদন কারখানা ও পরীক্ষাগার ধ্বংস করেছে। একই সাথে তারা ২১,৭৪৩ হেক্টর কৃষি জমি থেকে পপি চাষ নির্মূল করেছে।

মাদকাসক্ত রোগীদের পুনর্বাসন ও চিকিৎসার উদ্দেশ্য কাবুলে ৫হাজার শয্যাবিশিষ্ট মাদক নিরাময় হাসপাতাল গড়ে তোলা হয়েছে। এই হাসাপাতালে এখন পর্যন্ত ১,১৫,২২০ জন মাদক আক্রান্ত রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে।

ফলস্বরূপ দীর্ঘ সময় পর আফগানিস্তানে প্রথমবারের মত পপি চাষ, মাদকদ্রব্য উৎপাদন ও এর পাচার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়ে শূন্যের কোঠায় পৌঁছেছে। ইমারতে ইসলামিয়ার যোগ্য নেতৃত্ব ও নিবেদিত পুলিশ বাহিনীর প্রচেষ্টা এবং সর্বোপরি মহান আল্লাহর বিধান কায়েম করার আন্তরিক নিয়তের কারণেই এই সফলতা অর্জন সম্ভব হয়েছে বলে জানান মুখপাত্র।

কৃষকদের পপি চাষের বিকল্প জীবিকা নির্বাহ, মাদকাসক্তদের চিকিৎসা, পুনর্বাসন ইত্যাদি ক্ষেত্রে ইমারতে ইসলামিয়া প্রশাসন চেষ্টা অব্যাহত রেখেছে। বিবৃতির শেষ পর্যায়ে তিনি মাদকের বিরুদ্ধে এই সংগ্রামে বিশ্বের অন্যান্য দেশ ও আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রতি এই প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানান।


তথ্যসূত্র:
1. IEA-MoI Message on the occasion of World Anti-Narcotics Day
– https://tinyurl.com/yc2vaws9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধশত কোটি টাকা নিয়ে ভারতে পালিয়েছিল প্রাণনাথ দাস
পরবর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২৯ জুন, ২০২৪