গাজার চিকিৎসা সূত্র জানিয়েছে, ৩০ জুন, রবিবার ইসরায়েলি দখলদার বাহিনী গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় কয়েকটি গণহত্যা চালিয়েছে। এতে কমপক্ষে ৪৩ ফিলিস্তিনি নিহত এবং ১১১ জন আহত হয়েছে।
রাফাহ শহরের পশ্চিমে একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় রবিবার সকালে সাত ফিলিস্তিনি বেসামরিক লোক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ গাজার রাফাহ শহরের পশ্চিমে জায়ারাব পরিবারের একটি বাড়িতে বোমাবর্ষণ করেছে। এতে শিশুসহ ছয়জন বেসামরিক লোক নিহত হয়েছে এবং অন্যরা আহত হয়েছে।
ইসরায়েলি ট্যাংকগুলো রাফাহ-এর দক্ষিণাঞ্চলে ব্যাপক গোলা বর্ষণ করেছে, যার ফলে অনেক বেসামরিক লোক হতাহত হয়েছ। তেল আল-সুলতান এবং সৌদি রাফাহ শহরের পশ্চিমেও বিস্ফোরণ এবং তীব্র গোলা বর্ষণের খবর পাওয়া গেছে।
উত্তর গাজা উপত্যকার বেইত লাহিয়ার আল-ওয়াহা এলাকায় দখলদারদের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে।
গাজা শহরের দারাজ এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় এক বেসামরিক ব্যক্তি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।
তদুপরি, ইসরায়েলি যুদ্ধবিমান এবং কামান গাজা শহরের পূর্বে তুফাহ এবং শুজাইয়া এবং শহরের কেন্দ্রস্থলে সাবরা পাড়ায় ব্যাপক হামলা চালায়। হামলার ফলে অন্তত দুই জন বেসামরিক মানুষ নিহত হয়েছে।
গাজার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে ৭ অক্টোবর থেকে এপর্যন্ত ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৭,৮৭৭ জনে পৌঁছেছে, এবং আরো ৮৬,৯৬৯জন আহত হয়েছে। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।
তথ্যসূত্র:
1.Death toll in Gaza surges to 37,877 on 268th day of Israel’s genocidal war
– https://tinyurl.com/mvpy9ryr
2.Seven Palestinians killed in Israeli shelling on Rafah and Gaza City
– https://tinyurl.com/msubpc84